নিরাপত্তাকর্মী ম’দ ভেবে এ’সিড খেলেন, হারালেন প্রা’ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় ম'দ ভেবে এ'সিড খেয়ে দহরঞ্জন ত্রিপুরা নামে একজনের মৃ'ত্যু হয়েছে।
শুক্রবার 'বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মা'রা যান তিনি। এর আগে, সকালে উপজেলার এসআরএস শিপ বেকার্স নামে একটি কারখানায় এ ঘটনা ঘটে।

মৃ'ত দহরঞ্জন কারখানাটির নিরপত্তাকর্মী ছিলেন। এ ঘটনায় অ'সুস্থ ধনেশ্বর ত্রিপুরা নামে আরো এক নিরপত্তাকর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন।

Interesting For You

চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পু'লিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে সীতাকুণ্ড থেকে ম'দ ভেবে এ'সিড খেয়ে ফেলা দুজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে 'বিকেলে একজনের মৃ'ত্যু হয়েছে। অ’পরজন চিকিৎসাধীন রয়েছেন।