
বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার হাতে নিয়ে ছবি তোলা ভ'য়ং'কর সেই অ'স্ত্রের উৎসের তথ্য দিয়ে আ'দালতে স্বীকারোক্তিমূলক জবানব'ন্দি দিয়েছেন তিনি।
জবানব'ন্দিতে তিনি জানান, যে উজি অ'স্ত্র হাতে নিয়ে তিনি ছবি তুলেছিলেন, সেই অ'স্ত্রটির মালিক ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মুনির ওরফে ইনডেক্স মুনির। মুনিরের অফিসেই তিনি অ'স্ত্রটি হাতে নিয়ে ছবি তুলেন।
খিলক্ষেত থা'নায় মা'দক দ্রব্য আইনে দায়ের করা মাম'লায় তিন দিনের রি'মান্ড শেষে গতকাল আ'দালতে হাজির করা হয়। আ'দালতে তিনি এ মা'দক মাম'লায় স্বীকারোক্তি মূলক জবানব'ন্দি প্রদান করেন। মাম'লাটি সিআইডি তদ'ন্ত করছে।
সংশ্লি'ষ্ট সূত্র জানায়, তিন দিনের রি'মান্ডে সিআইডির জেরায় পিয়াসা অনেক গু'রুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তার সি’ন্ডিকে'টে মিশু হাসান, কার্লোস, সামস, রাজ ছাড়াও আরো যারা আছেন তাদের নাম ফাঁ'স করেছেন। গরুর পেটে হীরা পাচার, মধ্যপ্রাচ্যে নারী পাচার ছাড়াও কী পরিমাণ অর্থ দেশ থেকে পাচার করেছে তার বেশ কিছু গু'রুত্বপূর্ণ তথ্য দিয়েছে।