১৮ বছর বা তদুর্ধ্ব লোকজন যেই ওয়েবসাইট থেকে টিকা নিবন্ধন করবেন

দেশে করোনাভাইরাসের টিকা নিতে ন্যূনতম বয়সসীমা ২৫ বছর থেকে কমিয়ে ১৮ করা হয়েছে। এরই মধ্যে টিকা নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপেও পরিবর্তন আনা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সুরক্ষা অ্যাপে ১৮ বছর বা তদুর্ধ্ব ছাত্র-ছাত্রীদের জন্য টিকা নিবন্ধনের অ’পশন চালু করা হয়েছে। এর আগে টিকা নেয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছিল সরকার।

গত ৫ জুলাই ফের সুরক্ষা প্ল্যাটফর্ম উন্মুক্ত করে দেওয়া হয় ভ্যাকসিন নিতে আগ্রহীদের জন্য। তবে শুরুতে ভ্যাকসিন গ্রহণের জন্য ন্যূনতম বয়সসীমা ৪০ করা হলেও সেবার বয়সসীমা কমিয়ে ৩৫ এরপর ৩০ এ আনা হয়। ২৯ জুলাই সেই বয়সসীমা ২৫ বছরে নামিয়ে আনা হয়।

Interesting For You

সুরক্ষা অ্যাপটি ফ্রি ডাউনলোড করা যাব'ে www.surokkha.gov.bd। নিবন্ধনের পর সেখান থেকেই জানা যাব'ে, কবে কখন ভ্যাকসিন নিতে হবে।

পরিচয় যাচাইয়ে জন্য অ্যাপে বেশ কয়েকটি ক্যাটাগরি আছে। যার একটি নির্বাচন করার পর জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম তারিখ দিয়ে নিবন্ধন শুরু করতে হবে।