রা’শিয়ার সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে সেদেশে যাচ্ছেন (সিইসি)

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা রাশিয়ার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে সেদেশে যাচ্ছেন। আগামী ১৯ সেপ্টেম্বর দেশটির জাতীয় সংসদ ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ ‘স্টেট দুমা’র ভোট হওয়ার কথা।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এই ভোট পর্যবেক্ষণ করতে রাশিয়া পাঁচদিন থাকবেন সিইসি কে এম নূরুল হুদা। এজন্য ১৬ সেপ্টেম্বর দেশ 'ত্যাগ করবেন তিনি। ফিরবেন ২১ সেপ্টেম্বর।

Interesting For You

তার এই সফর নিয়ে আজ বৃহস্পতিবার চিফ অ্যাকউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে একটি চিঠি পাঠান নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলম।

এতে বলা হয়েছে, ‘সফরে সিইসির সঙ্গে পিএস মো. একেএম মাজহারুল ইসলাম থাকবেন। এটি একটি অফিসিয়াল সফর। এই সময়ে তারা সব ভাতা পাবেন দেশীয় মুদ্রায়। থাকা-খাওয়া ও স্থানীয় যাতায়াত ব্যয়ভার বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। তবে, বিমান ভাড়া বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। – বিডি প্রতিদিন