
কাজ শেষে গভীর রাতে বাড়ি যাওয়ার পথে ২২ বছরের এক গামের্ন্টস কর্মীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধ'র্ষণের চে'ষ্টাকালে তিন যুবককে আট'ক করেছে পু'লিশ।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের ভোলাইল মর'াখাল সংল'গ্ন স্থানে এ ঘটনা ঘটে । এ ঘটনায় ওই গামের্ন্টস কর্মী নিজেই বাদী হয়ে তিন যুবককে অ'ভিযুক্ত করে ধ'র্ষণের চে'ষ্টার অ'ভিযোগ এনে ফতুল্লা মডেল থা'নায় মাম'লা করেছেন।
আট'ককৃতরা হলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ থা'নার কাফিলা দক্ষিণ পাড়ার আইয়ুব আলীর ছেলে ও ফতুল্লা থা'নার শাসনগাঁও চাঁদনী হাউজিংয়ের মাসুমের বাড়ির ভাড়াটিয়া হৃদয়,পটুয়াখালী জেলার সদর থা'নার ছাত্তার গাজীর ছেলে ও ফতুল্লা থা'নার শাসনগাঁও চাদনী হাউজিংয়ের হামিদের বাড়ির ভাড়াটিয়া জহিরুল ও বরগু'না জেলার আমতলী থা'নার ইসলামপুরের শহিদ হাওলাদারের ছেলে ও ফতুল্লা থা'নার শাসনগাঁও চাঁদনী হাউজিংয়ের মাসুমের বাড়ির ভাড়াটিয়া হৃদয় হাওলাদার।
ফতুল্লা মডেল থা'নার পরিদর্শক রকিবুজ্জামান মাম'লার বরাত দিয়ে জানান ,বাদী গার্মেন্টসে নাইট শিফটের কাজ শেষ করে রাত সাড়ে ৩টার দিকে পায়ে হেঁটে ভোলাইল মর'াখাল এলাকায় ভাড়া বাসায় ফিরছিলো। মর'াখাল সংল'গ্ন শুভ’র চায়ের দোকানে পার্শ্বে পৌঁছামাত্র আট'ককৃতরা তার পথরোধ করে। কিছু বুঝে উঠার আগেই তার মুখ চেপে ধরে রাস্তার পার্শ্বের একটি ঝোপের ভেতরে নিয়ে গিয়ে ধ'র্ষণের চে'ষ্টা করলে তিনি চিৎকার করেন। তার চিৎকার শুনতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে জহিরুলকে আট'ক করে তবে সঙ্গে থাকা অ’পর দুজন মো. হৃদয় ও হৃদয় হাওলাদার পার্শ্ববর্তী একটি পুকুরে লাফিয়ে পড়ে সাঁতরে পালিয়ে যাওয়ার চে'ষ্টা করলে পু'লিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পুকুরে নামা দুজনকে আট'ক করে।
ফতুল্লা মডেল থা'নার এসআই জাহাঙ্গীর জানান, গামের্ন্টস কর্মীকে ধ'র্ষণ চে'ষ্টাকারী তিন যুবককে এলাকাবাসীর সহযোগিতায় আট'ক করা হয়েছে। তাদের বিরু'দ্ধে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ