
অ'ভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় বিয়ে আইনত এখনও বৈধ। তবে গত বছরের শেষ সময় থেকেই তারা একসঙ্গে থাকছেন না। রোশন সিং-র সঙ্গে যে ঘর করতে চান না, সেটাও স্প'ষ্ট করে দিয়েছেন। আর তার কিছুদিন পর থেকেই সামনে এসেছে অ'ভিনেত্রীর নতুন প্রেমের খবর। এবার শ্রাবন্তীর সঙ্গে নাম জড়িয়েছে কলকাতার এক নামী ব্যবসায়ীর। তার নাম অ'ভিরূপ নাগ।
তবে মাঝে হঠাৎ দেখা গিয়েছিল ইনস্টাগ্রাম থেকে একে-অ’পরকে আনফলো করে দিয়েছেন শ্রাবন্তী ও অ'ভিরূপ। ব্যস! আর কি, শুরু হয়ে গিয়েছিল নতুন বিচ্ছেদের গু'ঞ্জন। তার মাঝেই ভাইরাল হল একটি ছবি। যেখানে শ্রাবন্তীকে দেখা যাচ্ছে অ'ভিরূপের সঙ্গে চুটিয়ে পার্টি করতে।
দেখা গেছে, ঘনিষ্ঠদের সঙ্গে পয়লা বৈশাখ পালন করেছিলেন শ্রাবন্তী এবং তার ব্যবসায়ী প্রেমিক। অ'ভিরূপ পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি। আর অ'ভিনেত্রীর পরনে চোখে পড়ল বেইজ রঙের পোশাক। খোলা চুলে সেই ঘরোয়া পার্টিতে বেশ খোশ মেজাজেই দেখা মিলল তার।
বলে রাখা ভালো, পার্টির এসব ছবি শ্রাবন্তী নিজে তার ইনস্টাগ্রামে শেয়ার করেননি। বরং, সেখানে হাজির কেউ একজন সেই ফোটো শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যা ভাইরাল হয় নিমেষে। আর ছবি প্রকাশের আসার পর থেকেই সবার মনে প্রশ্ন আদৌ কী বিচ্ছেদ হয়েছে? নাকি বিতর্ক এড়াতে একে-অ’পরকে আনফলো করেছেন এই প্রেমিক জুটি। তাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় সময় হলেই তা জানা যাব'ে।
ডেইলি বাংলাদেশ