ব্রেকিং নিউজ; বিসিবিতে যোগদান করছে নাফীস ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগদান করতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার নাফীস ইকবাল। বিসিবির বিশ্বস্ত সূত্র বিডিক্রিকটাইমকে তথ্যটি নিশ্চিত করেছে।

চলতি বছরের শুরুতেই দুই সাবেক ক্রিকেটারকে একসাথে বিসিবিতে নিয়োগ দিয়েছিল বিসিবি। শাহরিয়ার নাফীস ও আব্দুর রাজ্জাক বিসিবিতে নিয়োগ পাওয়ার পর খেলোয়াড়ি জীবনকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। বর্তমানে রাজ্জাক জাতীয় দলের নির্বাচক ও শাহরিয়ার নাফীস ক্রিকেট অ’পারেশন্সের দায়িত্ব পালন করছেন।

নাফীস ইকবাল অনেক দিন আগেই ব্যাট-প্যাড তুলে রেখেছেন। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর বিভিন্ন দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন তিনি। বিশেষ করে জেমকন গ্রুপের খুলনা দলের সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দীর্ঘদিন কাজ করছেন তিনি। গত বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও জেমকন খুলনার ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন তিনি।

Interesting For You

দেশ ছাপিয়ে বিদেশেও গিয়েছেন নাফীস ইকবাল। মুস্তাফিজুর রহমানের সুবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে কাজ করার অ'ভিজ্ঞতা আছে তার। ফলে ক্রিকেট ছাড়ার পরে মাঠের বাইরেও নিজের সুদক্ষতার প্রমাণ দিয়ে আসছেন নাফীস ইকবাল।

এই সাবেক ক্রিকেটারকে এবার নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। বিডিক্রিকটাইমকে বিসিবির বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, চলতি স'প্ত াহে বা আগামী ১০-১২ দিনের মধ্যেই নাফীস ইকবালকে আনুষ্ঠানিকভাবে বিসিবিতে নিয়োগ দেওয়া হবে।

ধারণা করা হচ্ছে, বিসিবির গেইম ডেপলপমেন্টের কোনো একটি পদে নাফীস ইকবালকে পেতে চাইছে বোর্ড। আবার আরেকটি সুত্র বিডিক্রিকটইমকে জানিয়েছে, নাফীস ইকবালকে বাংলাদেশ ছায়া দলের গু'রুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়া 'হতে পারে। তবে এই ব্যাপারে নাফীসের সাথে যোগাযোগের চে'ষ্টা করা হলেও তিনি এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি।