পালিয়ে যাওয়া ৬ রোহিঙ্গা ও দালালসহ ভাসানচর থেকে আটক ১১!

নোয়াখালীর ভাসানচরের বিভিন্নস্থানে অ'ভিযান চালিয়ে পালিয়ে যাওয়া ৬ রোহিঙ্গা ও সহায়তাকারী ৫ রোহিঙ্গা দালালসহ ১১ জনকে আট'ক করে এপিবিএন সিভিল টিম।
বুধবার দিবাগত রাত ৯টা থেকে রাত দেড়টা পর্যন্ত ভাসানচরের বিভিন্ন স্থান থেকে তাদের আট'ক করা হয়।

আট'ককৃতরা হলো, ৭৫ নং ক্লাস্টারের আব্দুর রহমানের ছেলে সিদ্দিক, তার স্ত্রী সমুদা খাতুন, ছেলে সফিউদ্দিন, ২৫ নং ক্লাস্টারের মো. ইউনুসের ছেলে আজিমুল্লাহ, তার স্ত্রী আল মা'রজান ও ছেলে ওমর' ফারুক।

আট'ককৃত ৫ রোহিঙ্গা দালালরা হলো, ২৮ নং ক্লাস্টারের ওমর' হাকিমের ছেলে জাহিদ হাসান, ২৪ নং ক্লাস্টারের আলী আহম'দের ছেলে মোহাম্ম'দ তৈয়ব, একই ক্লাস্টারের মোহাম্ম'দের ছেলে সেলিম, আজিমুল্লাহ উল্যার ছেলে ইসমাইল, ৮ নং ক্লাস্টারের আবু তালেবের ছেলে শফি আলম।

Interesting For You

নোয়াখালী এসপি মোহাম্ম'দ শহিদুল ইসলাম জানান, এপিবিএন টিম ৬ রোহিঙ্গা ও ৫ দালালসহ ১১ জনকে আট'ক করে ভাসানচর থা'না পু'লিশের নিকট হস্তান্তর করেছে। আট'ককৃতদের বি'ষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএস