
মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মাম'লায় তৃতীয় দফায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির একদিনের রি'মান্ড মঞ্জুর করেছেন আ'দালত।
আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে এ রি'মান্ড মঞ্জুর করেন।
এ দিন সকাল ৮টা ২৫ মিনিটে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারা'গার থেকে ঢাকা মহানগর হাকিম আ'দালতে হাজির করা হয়। এ সময় তাকে রাখা হয় আ'দালতের হাজতখানায়।
এরপর সাড়ে ১১টার দিকে নেয়া হয় আ'দালতের কাঠগড়ায়। কাঠগড়ায় উঠেই অঝোরে কাঁদতে থাকেন পরীমনি। বারবার তাকে হাত দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়।
এর আগে ১৬ আগস্ট মাম'লার সুষ্ঠু তদ'ন্তের জন্য পরীমনিকে ফের পাঁচদিনের রি'মান্ডে নিতে আবেদন করেন মাম'লার তদ'ন্তকারী কর্মকর্তা সিআইডি পু'লিশের পরিদর্শক কাজী গো'লাম মোস্তাফা। শুনানি শেষে তার রি'মান্ড … করেন আ'দালত।
গত ১৩ আগস্ট দ্বিতীয় দফায় ছয়দিনের রি'মান্ড শেষে পরীমনি ও তার সহযোগী দিপুকে আ'দালতে হাজির করা হয়েছিল। এরপর মাম'লার তদ'ন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারা'গারে আট'ক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক গো'লাম মোস্তফা।