তা’লেবান কাবুল বিমানবন্দরে যেতে বা’ধা দিচ্ছে আ’ফ’গানদের

আ’ফ’গানিস্তান ছাড়তে মর'িয়া লোকজনকে সশস্ত্র তা'লে'বান সদস্যরা কাবুল বিমানবন্দরে পৌঁছতে বাধা দিচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
অ’পরদিকে যুক্তরা'ষ্ট্রের সব নাগরিক আ’ফ’গানিস্তান না ছাড়া পর্যন্ত দেশটিতে মা'র্কিন সেনা অবস্থান করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

রবিবার তা'লে'বান কাবুলে প্রবেশ করার পর থেকেই ২০ বছর আগে শেষ হওয়ার তা'লে'বান শাসনে জারি থাকা কঠোর শরিয়া আইন আবার ফিরে আসতে পারে এই আশ'ঙ্কায় হাজার হাজার লোক দেশটি ছাড়ার জন্য মর'িয়া হয়ে ওঠে, এক সঙ্গে এতো লোক জড়ো হওয়ার কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
জার্মানিতে পৌঁছানো একটি আফ’গান পরিবারের এক সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সবাই বের 'হতে চায়। প্রত্যেকটা দিন আগের দিনের চেয়ে খারাপ। আমর'া আমা'দের রক্ষা করেছি কিন্তু আমা'দের পরিবারগু'লোকে উ'দ্ধার করতে পারিনি।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তা'লে'বান সদস্যরা লোকজনকে বিমানবন্দরের ভেতরে যেতে বাধা দিচ্ছে, যাদের ভ্রমণ সংক্রা'ন্ত প্রয়োজনীয় কাগজপত্র আছে তাদেরও বাধা দেওয়া হচ্ছে।
তা'লে'বান সদস্যদের বাধা পার হওয়ার চে'ষ্টা করা এক ব্যক্তি বলেন, ‘এটি পুরোপুরি একটি বিপর্যয়। তা'লে'বানরা শূন্যে গু'লি ছুড়ছে, লোকজনকে ধাক্কা দিয়ে, একে-৪৭ রাইফেল দিয়ে পে'টাচ্ছে।’
এক তা'লে'বান কর্মকর্তা জানান, কাবুল বিমানবন্দরের বাইরে কমান্ডার ও সৈন্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে গু'লি ছুড়েছে; রয়টার্সকে তিনি বলেন, ‘কাউকে আ'হত করার কোনো উদ্দেশ্য নেই আমা'দের।’
এসবের মধ্যেই বিমানবন্দরটি থেকে পশ্চিমা দেশগু'লোর নাগরিক ও বিদেশি সরকারগু'লোর পক্ষ হয়ে কাজ করা আফ’গানদের বিমানে তুলে সরিয়ে নেওয়া অব্যা'হত আছে।

Interesting For You

মা'র্কিন নাগরিকদের সরানো শেষ না হওয়া পর্যন্ত বিমানবন্দরটিতে যুক্তরা'ষ্ট্রের সেনা থাকবে বলে জানিয়েছেন বাইডেন। এতে আ’ফ’গানিস্তান থেকে যুক্তরা'ষ্ট্রের সব সেনা প্র'ত্যাহারের চূড়ান্ত তারিখ ৩১ অগাস্ট পার হয়ে গেলেও তারা অবস্থান করবে বলে পরিষ্কার করেছেন তিনি।
এবিএন