তালেবান আমদানি-রপ্তানি সবকিছু বন্ধ করল ভারতের সঙ্গে!

আফ’গান সরকারকে হটিয়ে দেশটি দখলের পর ভারতের সঙ্গে সব ধরনের আম'দানি-র'প্ত ানি বন্ধ করে দিয়েছে তা'লে'বান। ভারতের কেন্দ্রীয় রফতানি সংস্থা (এফআইইও) এখবর নিশ্চিত করেছে।
বুধবার (১৮ আগস্ট) সংস্থাটির মহাপরিচালক ড. অজয় সাহাই বলেন, পাকি'স্তানের ট্র্যানজিট রুট দিয়ে কার্গো চলাচল বন্ধ করে দিয়েছে তা'লে'বান। এর মধ্য দিয়ে দেশটি থেকে ভারতের আম'দানি বন্ধ রয়েছে।

তিনি বলেন, আফ’গান পরিস্থিতির ওপর আমর'া নজর রাখছি। আ’ফ’গানিস্তান থেকে আমর'া পাকি'স্তানের ট্রানজিট ব্যবহার করে আম'দানি করে থাকি। যেহেতু তা'লে'বান কার্গো চলাচলই বন্ধ করে দিয়েছে সেহেতু আম'দানিও বন্ধ।

বাণিজ্যে ভারতের সঙ্গে আ’ফ’গানিস্তানের সম্পর্ক অনেক পুরনো উল্লেখ করে সাহাই আরও বলেন, আ’ফ’গানিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে আব'দ্ধ দেশের অন্যতম ভারত। ২০২১ সালে ভারত প্রায় ৮৩৫ মিলিয়ন ডলারের পণ্য আ’ফ’গানিস্তানে র'প্ত ানি করেছে। আ’ফ’গানিস্তান থেকে আমর'া প্রায় ৫১০ মিলিয়ন ডলারের পণ্য আম'দানি করেছি। আ’ফ’গানিস্তানে আমর'া প্রায় ৩ বিলিয়ন ডলার ইনভেস্ট করেছি, দেশটিতে বিভিন্ন ধরণের আমা'দের প্রায় ৪০০ টি প্রজেক্টের কাজও চলছে।

তিনি বলেন, কোন কোন পণ্য উত্তর-দক্ষিণ ট্রান্সপোর্ট করিডোর রুট হয়ে যায়, যেটা এখনো ঠিকঠাক আছে। কিছু কিছু পণ্য দুবাই রুটে যায়, সেটাও এখন সচল আছে।

সাহাই জানান, ভারতের সঙ্গে আ’ফ’গানিস্তানের স্বাস্থ্যকর বাণিজ্য সম্পর্কই ছিল এতদিন। ভারত থেকে আ’ফ’গানিস্তানে চিনি, জামাকাপড়, ঔষধ, চা, কফি, মশলা এবং ট্রান্সমিশন টাওয়ার র'প্ত ানি করা হয়। এদিকে আম'দানির বড় একটা অংশজুড়ে রয়েছে শুকনো ফল। এছাড়াও পেঁয়াজ ও আঠাও আম'দানি করে থাকে ভারত।

তিনি বলেন, আমি মোটামুটিভাবে নিশ্চিত যে খুব কম সময়ে আ’ফ’গানিস্তান বুঝতে পারবে অর্থনৈতিক সমৃ''দ্ধি ছাড়া কোন দেশ এগোতে পারে না। আমি মনে করি নতুন সরকারের রাজনৈতিক বৈধতা দরকার হবে আর সেটার জন্য ভারতের ভূমিকা তাদের জন্য একান্ত গু'রুত্বপূর্ণ।

তবে আ’ফ’গানিস্তানের ভারতের সঙ্গে বাণিজ্য থেকে সরে আসায় অর্থনীতিতে খুব বড় পরিবর্তন না আসলেও পণ্যের মূল্যবৃ'দ্ধি ঘটার সম্ভাবনা নাকচ করা যাচ্ছে না বলে জানান এই কর্মকর্তা।

এর আগে আ’ফ’গানিস্তানের রাজধানী কাবুল দখলের পর ভারতকে ধন্যবাদ দিয়েছে তা'লে'বান। তবে একই সঙ্গে দিল্লিকে সামর'িক তৎপরতা চালানোর ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

Interesting For You

তা'লে'বান মুখপাত্র সুহাইল শাহিন এক সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন, আ’ফ’গানিস্তানে ভারতীয় সেনা উপস্থিতির পরিণতি ভালো হবে না। ভারতীয়রা আ’ফ’গানিস্তানে অন্যান্য দেশের সামর'িক উপস্থিতির পরিণতি স্বচক্ষে দেখেছেন।

তবে ভারতের উপকারের কথা স্বীকার করেন তিনি। বলেন, আ’ফ’গানিস্তানের অবকাঠামো নির্মাণ, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, পুনর্গঠন ও জনকল্যাণে ভারত যেসব কাজ করেছে সে জন্য আমর'া তাদের ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, গত দুই দশকে আ’ফ’গানিস্তানের অবকাঠামো নির্মাণকাজে কয়েকশ’ কোটি ডলার খরচ করেছে ভারত। আ’ফ’গানিস্তানে সালমা বাঁধ তৈরি থেকে শুরু করে পার্লামেন্ট, স্কুল, রাস্তা তৈরির জন্য প্রায় ২ বিলিয়ন মা'র্কিন ডলার খরচ করেছে ভারত।

বিদেশি কূটনীতিকদের নিরাপ'ত্তা নিয়ে যে উদ্বেগ সৃ'ষ্টি হয়েছে সে সম্পর্কে তা'লে'বান মুখপাত্র বলেন, কূটনীতিকদের ব্যাপারে আমা'দের অবস্থান পরিষ্কার; তাদের কোনো ক্ষ'তি আমর'া করব না।

সাক্ষাৎকারে উগ্র জঙ্গিগোষ্ঠীগু'লোর সঙ্গে তা'লে'বানের সম্পর্ক থাকার বি'ষয়টি অ'স্বীকার করেন সোহেল শাহিন। তিনি বলেন, ভারতসহ অন্য কোনো দেশে হাম'লা চালানোর কাজে আ’ফ’গানিস্তানের ভূমি ব্যবহার করার অনুমতি দেবে না তা'লে'বান।

এদিকে তা'লে'বান যো'দ্ধা'রা আ’ফ’গানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশের পর ‘সাধারণ ক্ষ'মা’ ঘোষণা করেছে। তা'লে'বানের রাজনৈতিক মুখপাত্র সুহাইল শাহিন এক ঘোষণায় পুরো আ’ফ’গানিস্তানে ‘সাধারণ ক্ষ'মা’ ঘোষণা করেন।

সূত্র: এনডিটিভি