মুনিয়ার আ’ত্মহ’ত্যা: অনেক নাটকীয়তার পর অব্যাহতি পেলেন তানভীর সোবহান

রাজধানীর গু'লশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার মর'দে'হ উ'দ্ধারের ঘটনায় আ'ত্মহ'ত্যায় প্ররোচনার অ'ভিযোগে করা মাম'লা থেকে অব্যা'হতি পেয়েছেন বসুন্ধ’রা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।
বুধবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আ'দালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

এর আগে, গতকাল মঙ্গলবার মাম'লার বাদী নুসরাত জাহান তানিয়া এ প্রতিবেদনের বিরু'দ্ধে নারাজি দেন। অন্যদিকে আ'সামিপক্ষে আইনজীবীরা এই প্রতিবেদন গ্রহণের জন্য শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বুধবার আ'দালত বাদীর নারাজির আবেদন গ্রহণ না করে এ মাম'লা থেকে আনভীরকে অব্যা'হতি দেন।

এদিকে, গত ১৯ জুলাই তদ'ন্ত কর্মকর্তা পু'লিশের গু'লশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমা'র চক্রবর্তী এ মাম'লা থেকে আনভীরের অব্যা'হতির চেয়ে আবেদন করে আ'দালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আ'দালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের ওপর শুনানির জন্য ২৯ জুলাই দিন ধার্য করেন।

Interesting For You

এর আগে, গত ২৬ এপ্রিল সন্ধ্যার পর গু'লশান-২-এর ১২০ নম্বর রোডের ১৯ নম্বর ফ্ল্যাট থেকে মোসারাত জাহান (মুনিয়া) নামের এক তরুণীর মর'দে'হ উ'দ্ধার করে পু'লিশ। এ ঘটনায় ওই তরুণীর বোন নুসরাত জাহান বাদী হয়ে গু'লশান থা'নায় বসুন্ধ’রা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আ'সামি করে মাম'লা দায়ের করেন।

ডেইলি বাংলাদেশ/আরএইচ