
কারা'ব'ন্দি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণিকে ফের ৫ দিনের রি'মান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিতে আ'দালতে আবেদন জানিয়েছে পু'লিশের অ’পরাধ তদ'ন্ত বিভাগ (সিআইডি)।
নায়িকা পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্তরালে বিভিন্ন অনৈ'তিক কাজের সঙ্গে সম্পৃক্তের বিভিন্ন তথ্য-প্রমাণ পেয়েছে পু'লিশের সিআইডি। রাজধানীর বনানী থা'নায় মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মাম'লায় পরীমণির ৫ দিনের রি'মান্ড আবেদনে এমনটাই উল্লেখ করেছে তদ'ন্তকারী সংস্থাটি।
মাম'লার তদ'ন্ত কর্মকর্তা পু'লিশ পরিদর্শক কাজী গো'লাম মোস্তফা রি'মান্ড আবেদনে বলেন, ‘পরীমণিকে রি'মান্ডে নিয়ে ঘটনার বি'ষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের শেষ দিকে আ'সামি মাম'লার ঘটনা ও ঘটনার নেপথ্যে মূল হোতাদের বি'ষয়ে গু'রুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মাম'লার সুষ্ঠু তদ'ন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তার দেওয়া তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। এ অবস্থায় মাম'লার সুষ্ঠু তদ'ন্তের স্বার্থে পরীমণিকে ইতোপূর্বে আ'দালতের আদেশে পু'লিশ রি'মান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পাওয়া গেছে, তার সঠিকতাসহ মা'দক ব্যবসার মূল হোতাদের গ্রে''প্ত ার, মা'দকদ্রব্যের মজুদ উ'দ্ধারসহ মা'দক ব্যবসার পেছনে অর্থের যোগানদাতাদের খুঁজে বের করার জন্য পুনরায় ৫ দিনের রি'মান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।’
রি'মান্ড আবেদনে আরও বলা হয়, ‘পরীমণিকে রি'মান্ডে পাওয়া গেলে মা'দক ব্যবসায়ী মূল হোতাদের গ্রে''প্ত ার, মা'দকদ্রব্যের অবৈধ উৎসসহ অ’পরাধীদের সন্ধান পাওয়া সম্ভব হবে। পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্তরালে বিভিন্ন অনৈ'তিক কাজের সঙ্গে সম্পৃক্ত আছেন মর'্মে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।’
উল্লেখ্য, গেল ৪ আগস্ট পরীমণিকে তার বনানীর বাসা থেকে আট'ক করে র্যাব'। অ'ভিযানে নতুন মা'দক এলএসডি, ম'দ ও আইস উ'দ্ধার করা হয় বলে দাবি করে তারা। তার ড্রয়িংরুমের কাবার্ড, শোকেস, ডাইনিংরুম এবং বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল ম'দের বোতল উ'দ্ধার করা হয় বলেও দাবি করা হয়। পরদিন 'বিকেলে পরীমণি, প্রযোজক ও অ'ভিনেতা মো. নজরুল ইসলাম রাজ এবং তাদের দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও মো. সবুজ আলীকে বনানী থা'নায় সোপর্দ করে র্যাব'।
এরপর র্যাব' বাদী হয়ে রাজধানীর বনানী থা'নায় পরীমণি ও তার সহযোগী দীপুর বিরু'দ্ধে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাম'লা করে৷ রাত ৮টা ২৪ মিনিটে পরীমণি ও তার সহযোগীকে ঢাকা মহানগর হাকিম আ'দালতে হাজির করা হয়। এরপর বনানী থা'নার মাম'লায় তাদের ৭ দিনের রি'মান্ডে নিতে আবেদন করেন মাম'লার তদ'ন্তকারী কর্মকর্তা। এ সময় আ'সামিপক্ষে তাদের আইনজীবী রি'মান্ড বাতিল চেয়ে আবেদন করেন। অন্যদিকে, রা'ষ্ট্রপক্ষ রি'মান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আ'দালত তাদের ৪ দিন করে রি'মান্ড মঞ্জুর করেন।
এরপর ১০ আগস্ট পরীমণি ও তার সহযোগী দীপুকে আ'দালতে হাজির করে ফের ৫ দিনের রি'মান্ডে নিতে আবেদন করে মাম'লার তদ'ন্ত সংস্থা সিআইডি। উভয়পক্ষের শুনানি শেষে আ'দালত তাদের দুই দিন করে রি'মান্ড মঞ্জুর করেন।
দুই দফায় রি'মান্ড শেষে গত ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আ'দালতে হাজির করা হলে আ'দালত তাদের জামিন আবেদন খারিজ করে কারা'গারে পাঠানোর নির্দেশ দেন।
এসএস