
পারিবারিক কলহের জেরে ছয় বছরের মেয়েকে বি'ষ খাইয়ে হ'ত্যার পর আ'ত্মহ'ত্যা করেছেন এক মা। গতকাল মঙ্গলবার রাতে যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের শুড়ারঘোপ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃ'তরা হলেন, ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সুমি খাতুন ও সুমির মেয়ে আখি মনির।
সুমির মামা কামর'ুজ্জামান জানান, ছাড়াছাড়ির পর সুমি বাবার বাড়ি ছিলেন। তাকে ফের বিয়ে দেওয়ার চে'ষ্টা করা হয়। কিন্তু সুমি মেয়েকে অন্য কোথাও রেখে বিয়ে করতে চাননি। এই নিয়ে সুমির সঙ্গে বাবা ও পরিবারের কলহ চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় সুমি তার মেয়েকে ভাতের সঙ্গে বি'ষ দেয়। পরে নিজেও খায়।
যশোর সদর হাসপাতালের চিকিৎসক আব্দুর র'শিদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃ'ত্যু হয়। আর ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমির মৃ'ত্যু হয়।
শার্শা থা'নার ওসি বদরুল আলম খান বি'ষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা তদ'ন্ত করা হচ্ছে। ময়নাতদ'ন্তের জন্য লা'শ হাসপাতালের মর'্গে রয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএম