
গাজীপুরে বিয়ের প্র'লোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার পর বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের বাড়িতে গিয়ে আমর'ণ অনশনে বসেছে এক স্কুলছাত্রী। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল থেকে গাজীপুর মহানগরীর বিপ্রবর্থা এলাকায় ওই শিক্ষার্থী অনশন শুরু করেছে। এদিকে প্রেমিক শিশির বিশ্বা'স কিশোরীর রেখে বাড়ি ছেড়ে পালিয়েছে । নগরের মিরেরগাঁও এলাকার অনশনকারী
ওই শিক্ষার্থী জানায়, তিন বছর আগে শিশির বিশ্বা'সের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিয়ের প্র'লোভন দেখিয়ে ওই স্কুলশিক্ষার্থীকে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। গত ২ মাস আগে ওই স্কুলশিক্ষার্থী বিয়ের জন্য চাপ দিলে শিশির তাদের মধ্যে সম্পর্ক ছিন'্ন করার চে'ষ্টা করে। মঙ্গলবার সকাল থেকে প্রেমিক শিশিরের বাড়িতে আমর'ণ অনশনে বসেছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসএম ফারুক জানান, অনশনের বি'ষয়টি জানার পর ছেলে এবং মেয়ে দুই পরিবারের গার্ডিয়ানদের ডেকে আনা হয়। অ'ভিযুক্ত ছেলে গত তিন দিন যাব'ত বাড়িতে না থাকায় মেয়ের কাছ থেকে ঘটনা শুনে পরিবারের সদস্যদের নিয়ে সমাধানের চে'ষ্টা চলছে।
এ বি'ষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থা'নার ওসি রফিকুল ইসলাম জানান, বি'ষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে অনশনকারী স্কুল শিক্ষার্থী এবং অ'ভিযুক্ত ছেলের পরিবারের সাথে আলোচনা হয়েছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে বি'ষয়টি মীমাংসার কথা বলা হয়েছে।