
নায়িকা পরীমণির বিরু'দ্ধে বনানী থা'নার মা'দক মাম'লায় আ'দালতে আরও পাঁচ দিনের রি'মান্ড চেয়েছে সিআইডি।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বা'সের আ'দালত আগামীকাল (১৯ আগস্ট) এ বি'ষয়ে শুনানির দিন ধার্য করেন।
এর আগে, গত ১৬ আগস্ট পরীমণির আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদন করেন। এরপর বিচারক আবেদন বি'ষয়ে বুধবার (১৮ আগস্ট) শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।
পরীমণির জামিন আবেদনে বলা হয়, আ'সামি একজন মহিলা। ফলে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মাম'লায় তিনি জামিন পেতে পারেন। জামিন পেলে তিনি জামিনের শর্ত ভঙ্গ করবেন না এবং আ'দালতের নির্দেশনা মোতাবেক জরিমানা দেবেন। দীর্ঘ ছয় দিনের রি'মান্ডে থাকাসহ প্রায় ২৬ ঘণ্টা পু'লিশ হেফাজতে থাকলেও মাম'লাসংক্রা'ন্ত জিজ্ঞাসাবাদে আ'সামির বিরু'দ্ধে কোনও গু'রুত্বপূর্ণ তথ্য বা সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। তিনি ভারটিগো ও পেনিক অ্যাটাক রোগী। দীর্ঘ সময় পু'লিশ কাস্টডিতে থেকে নি'র্যা'তনের শি'কার হয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এজাহারে বর্ণিত ম'দ ও অন্যান্য মা'দক আ'সামির দখল ও নিয়ন্ত্রণ থেকে উ'দ্ধার হয়নি। তিনি ষ'ড়যন্ত্রের শি'কার। তাই পরীমণিকে জামিনে মুক্তি দেওয়া আবশ্যক।
এছাড়া আবেদনে মাম'লার জব্দ তালিকার অ'সঙ্গতি ও অ'ভিযান পরিচালনা আইনসঙ্গত হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।
১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারা'গারে পাঠানোর আদেশ দেন আ'দালত।
উল্লেখ্য, গেল ৪ আগস্ট অ'ভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আট'ক করে র্যাব'। পরীমণির বাসা থেকে বিভিন্ন মা'দকদ্রব্য জব্দ করা হয়। ৫ আগস্ট র্যাব'-১ বাদী হয়ে মা'দকদ্রব্য আইনে পরীমণি ও তার সহযোগীর বিরু'দ্ধে বনানী থা'নায় মাম'লা করে।
সূত্রঃ আরটিভি/এসএস