বোরকা বাধ্যতামূলক নয়, হিজাব পরলেও চলবে; বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন নারী : তা’লে’বান

বোরকা বাধ্যতামূলক নয়, হিজাব পরলেও চলবে; বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন নারী : তা'লে'বানারীর অধিকার সুরক্ষিত থাকবে বলে তা'লে'বান মুখপাত্র দাবি করেছেন।
জবিহুল্লাহ মুজাহিদ দৃঢ়তার সঙ্গে বলেন, ইসলামী আইনের সীমা'র মধ্যে নারীর অধিকার রক্ষা করা হবে।আল জাজিরার সংবাদদাতার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নারীরা

সমাজে খুব সক্রিয় 'হতে যাচ্ছে, কিন্তু ইসলামের কাঠামোর মধ্যে।”আ’ফ’গানিস্তানের নারীরা এবার তা'লে'বান শাসনামলে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন। এছাড়া ঘরের বাইরে যেতে হিজাব পরলেও চলবে, বোরকা পরা বাধ্যতামূলক নয়।ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তা'লে'বানের মুখপাত্র সুহাইল শাহিন। তিনি

কাতারের রাজধানী দোহায় তা'লে'বান দফতরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।সুহাইল শাহিন বলেন, আ’ফ’গানিস্তানে তা'লে'বানের নিয়ন্ত্রণে থাকা এলাকাগু'লোয় হাজারো শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম চালু আছে। সেখানে মেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে। নারী শিক্ষার বি'ষয়ে তা'লে'বানের ইতিবাচক নীতির কথা এর আগে মস্কো ও

দোহা সম্মেলনেও বলেছি।বোরকা প্রসঙ্গে তিনি বলেন, নারীরা মাথায় হিজাব পরেছেন কি না সেটা পর্যবেক্ষণ করা হবে। তবে পুরো শরীর ঢাকা বোরকা পরতেই হবে এমন নয়।তিনি বলেন, অনেক ধরনের হিজাব রয়েছে। বোরকা আর হিজাব একই জিনিস নয়।মঙ্গলবার (১৭ আগস্ট) ‘এই তা'লে'বান ২০ বছর আগের তা'লে'বান নয়’ বলে

Interesting For You

উল্লেখ করেছেন তা'লে'বানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।আ’ফ’গানিস্তান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গনি সরকারকে ক্ষ'মতা থেকে হটানোর পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বিশ বছর আগেও আমা'দের দেশ মুসলিম রা'ষ্ট্র ছিল। আজও আমা'দের দেশ মুসলিম রা'ষ্ট্র। কিন্তু অ'ভিজ্ঞতা, পরিপক্কতা এবং দৃ'ষ্টিভঙ্গির বিচারে বিশ বছর আগের

তা'লে'বানের সাথে আজকের তা'লে'বানের বিশাল তফাত রয়েছে। আমর'া এখন যেসব পদ'ক্ষেপ নেব তার সাথে ওই সময়কার তফাত রয়েছে। আর এটা বিবর্তনের ফসল।তিনি বলেন, অন্যান্য দেশের বিভিন্ন পন্থা, নিয়ম-কানুন আছে। অন্যদের মতো আমা'দেরও (আফ’গানদের) মূল্যবোধ অনুযায়ী নিজস্ব নিয়ম-কানুন থাকার অধিকার রয়েছে।

আমর'া শরিয়াহ আইনের অধীনে নারীদের অধিকারের প্রতি সর্বদা অঙ্গীকারব'দ্ধ।নারী অধিকার প্রসঙ্গে তা'লে'বানের নীতি সম্পর্কে তিনি বলেন, নারীরা আমা'দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যাচ্ছে। আমর'া আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই যে, নারী-পু’রুষে কোনো বৈষম্য থাকবে না।এদিকে, তা'লে'বান তাদের সরকারে নারীদের যোগ দিতে আহ্বান জানিয়েছে। বাহিনীটির সাংস্কৃতিক কমিশনের সদস্য ইনামুল্লাহ সামানগানি এ আহ্বান জানান।সামানগানি বলেন, শরিয়াহ আইন অনুযায়ী

সরকারে নারীদের উপস্থিতি থাকা উচিত। এখনও সরকারের কাঠামো পুরোপুরি পরিষ্কার নয়। তবে পুরোপুরি ইসলামিক নেতৃত্ব থাকবে। এতে সব পক্ষেরই যোগ দেওয়া উচিত।মঙ্গলবার প্রথমবার সংবাদ সম্মেলনে অংশ নেন তা'লে'বানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। কর্মক্ষেত্রে নারীদের অধিকার কী হবে, সে বি'ষয়ে এসময় তার কাছে জানতে চাওয়া হয়। জাবিউল্লাহ বলেন, ইসলামিক আইনের আওতায় থেকে নারীরা কাজ করতে পারবেন।