রাজধানীর নবাবপুরে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর নবাবপুরের আলুবাজার রোডের একটি বেকারিতে আগু'ন লেগেছে। আগু'ন নিয়ন্ত্রণে এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফা’য়ার সার্ভিসের সাতটি ইউনিট।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগু'ন লাগার কারণ ও বিস্তারিত জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, আলুবাজার রোডের একটি বেকারিতে হঠাৎ আগু'নের সূত্রপাত হয়। আগু'নের শিখা দেখে স্থানীয়রা ফা’য়ার সার্ভিসে যোগাযোগ করেন। তাৎক্ষণিক ফা’য়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগু'ন নিয়ন্ত্রণে আনার তৎপরতা শুরু করে।

Interesting For You

ফা’য়ার সার্ভিসের এক কর্মী জানান, আগু'ন নিয়ন্ত্রণে আনার চে'ষ্টা করা হচ্ছে। শিগগিরই আগু'ন নিয়ন্ত্রণে আসবে বলে ধারণা করা হচ্ছে।