
পরীমনি কে মুক্ত করতে ঢাকায় আসছেন “হিরো আলম”
“পরীমণির” ম'দ পানের লাইসেন্স’ রয়েছে। তার বাসায় ম'দের বোতল থাকতেই পারে। লকডাউনে সে কোথায় যাব'ে,। সব তো বন্ধ। তাই হয়,তো
বাসায় ম'দ রেখেছিল। আর তাকে কারা' ম'দ সা'প্লাই দিয়েছে তাদের ধ’রা উচিত,। খালি ম'দের বোতলই তো ছিল ৫০টির ও,পরে। আমি পরীমণির
মুক্তি চাই,। এভাবেই বলছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনায় আসা হিরো আলম,।
রোববার (১৫ আগস্ট) এফডিসিতে এসেছিলেন হিরো আলম। সেখান থেকেই আর,টিভি নিউজ,কে এসব কথা বলেন তিনি,। ম'দের বোতলের প্র,সঙ্গে, হিরো আলমকে পাল্টা প্রশ্ন, করা হলে তিনি বলেন, আমা'র বাসায় খালি বা, ভর্তি কোনো ম'দের বোতল নেই। কারণ আমি ম'দ পান করি না।
এর, আগে পরীমণির পক্ষ নিয়ে গান গেয়েছিলেন তিনি। তবে সদ্য প্র,কাশিত গানে মডেল পিয়াসা, মৌ ও পরীমণি,কে ধুয়ে দিয়েছেন আলম। এদিকে হঠাৎ করেই আবারও পরীর পক্ষে কথা বলা শুরু করেছেন তিনি। নি,জের ইউটিউবেও আজ নায়িকার পক্ষ নিয়ে ভিডিও প্রকাশ করেছেন।