রাজধানীতে জুড়ে আশুরায় তাজিয়া মিছিল-শোভাযাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে আগামী শুক্রবার (২০ আগস্ট) পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সব ধরনের তাজিয়া মিছিল ও শোভাযাত্রা নি'ষি'দ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) ধর্ম বি'ষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞ'প্ত িতে এ তথ্য জানানো হয়েছে।

পবিত্র আশুরা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। ইসলামি পরিভাষায়, মহররমের ১০ তারিখকে আশুরা বলে। সৃ'ষ্টির শুরু থেকে এদিনে অনেক গু'রুত্বপূর্ণ ঘটনা সং'ঘটিত হয়েছে।

Interesting For You

হিজরি ৬১ সনের ১০ মহররম (এই দিন) মহানবী হজরত মুহাম্ম'দ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তার পরিবার এবং অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যু'দ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শ’হীদ হন। কারবালার ঘটনা স্মর'ণ করে বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর'্যাদায় দিনটি পালন করে থাকে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আ'ত্ম'ত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল রয়েছে। কারবালার শোকাবহ এ ঘটনা অর্থাৎ পবিত্র আশুরার শাশ্বত বাণী সবাইকে অন্যায় ও অ'ত্যাচারের বিরু'দ্ধে সোচ্চার 'হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়।

এবিএন