তালেবানকে ইসলামিক বিধান মানার আহ্বান জানালো সৌদি আরব

আ’ফ’গানিস্তানে ইসলামিক বিধান অনুসরণ রা'ষ্ট্র পরিচালনা করতে তা'লে'বানের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। সেই সাথে এই বিধান অনুসরণ করে মানুষের জীবন, সম্পদ এবং নিরাপ'ত্তা দিতেও তা'লে'বানকে অনুরোধ করেছে তারা।

গত রোববার ইসলামিক গোষ্ঠীটি কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর সোমবার সৌদি আরবের পররা'ষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এই আহ্বান জানানো হয় বলে নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

Interesting For You

সৌদি পররা'ষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে,কোনো ধরনের হস্ত'ক্ষেপ ছাড়াই আফ’গান জনগণের পাশে থাকবে রিয়াদ। সেইসঙ্গে ইসলামের মহান আদর্শের ভিত্তিতে তা'লে'বান আন্দোলন এবং সকল আফ’গান পক্ষের নিরাপ'ত্তা, স্থিতিশীলতা, জীবন ও সম্পদ রক্ষায় কাজ করবে বলেও আশা প্রকাশ করে সৌদি আরব।

মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার জানিয়েছে তারা আ’ফ’গানিস্তানে শান্তিপূর্ণ ক্ষ'মতা হস্তান্তর চায়। এছাড়া দেশটি থেকে কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার বিদেশি কর্মীদের সরিয়ে নিতে সর্বোচ্চ চে'ষ্টা চালানো হচ্ছে বলেও জানায় কাতার।