বাবাসহ চারজনই প্র’তিব’ন্ধী, ভাতায় চলে ছয়জনের সংসার

জামালপুরের দেওয়ানগঞ্জে একই পরিবারে ছয়জনের মধ্যে বাবাসহ চারজনই প্রতিব'ন্ধী হওয়ায় সংসার চলছে তাদের প্রতিব'ন্ধী ভাতায়।

সংসারের একমাত্র উপার্জক্ষ'ম বাবা আব্দুর রহমান ওরফে আব্দুর রহিম নিজেও শারীরিক প্রতিব'ন্ধী । বয়স ৬০ ছুঁই ছুঁই। কাজ কর্ম করতে পারেন না। তার ওপর দুই মেয়ে ও এক ছেলে তার মতোই শারীরিক প্রতিব'ন্ধী হওয়ায় তাদের নিয়ে

বিপাকে পড়েছেন দরিদ্র বাবা-মা। তাদের লেখাপড়া, চিকিৎসা, খাওয়া-পড়ার ব্যয়ভার বহন করতে না পাওয়ার বেদনায় অ'স্ফুট কান্নায় ভেঙে পড়েছেন তারা।

জানা গেছে, জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের বীর হলকা গ্রামের আব্দুর রহমান ওরফে আব্দুর রহিম জন্ম থেকে শারীরিক প্রতিব'ন্ধী । দুই ছেলে দুই মেয়ে ও স্ত্রীসহ ছয়জনের সংসারে সে-ই একমাত্র উপর্জক্ষ'ম ব্যক্তি।

২০১৩ সালে যমুনার গ'র্ভে বসতবাড়ী আবাদী জমি বিলীন হলে কোনো উপায়ান্তর না পেয়ে দেওয়ানগঞ্জ রেল স্টেশনের উত্তরপাশে ও বালুগ্রাম মৌলভী বাজারের দক্ষিণে মাঝ বরাবর রেল লাইনের ধারে সরকারি জমিতে ঘর তুলে চার ছেলে

মেয়ে ও স্ত্রীকে নিয়ে গাদাগাদি হয়ে মানবেতর জীবন যাপন শুরু করেন। নদী গ'র্ভে জমাজমি চলে যাওয়ায় অন্ন্যের সন্ধানে মূহ্যমান আব্দুর রহিম অন্যের জমি বর্গাচাষ করে খেয়ে না খেয়ে দিন কা'টাতে থাকেন।

ভাগ্যের কি নি'র্মম পরিহাস এরই মধ্যে ঘরে আসে চার সন্তান। তার মধ্যে তিনজনই শারীরিক প্রতিব'ন্ধী । বড় মেয়ে রুবিনার বয়স ২৪ বছর। তিনি শারীরিক প্রতিব'ন্ধী ।

দ্বিতীয় সন্তান রহিমা আক্তারের বয়স ১৭ ও চতুর্থ সন্তান রিপন (১২) দুই বোন ও বাবার মতোই শারীরিক প্রতিব'ন্ধী । তৃতীয় সন্তান ১৫ বছরের শরিফ প্রতিব'ন্ধী র তালিকায় নেই।

প্রতিব'ন্ধী আব্দুর রহমান ওরফে আব্দুর রহিমের তিন সন্তান প্রতিব'ন্ধী হলেও তাদের রয়েছে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবার অদ্যম ইচ্ছে।

স্থানীয় প্রতিব'ন্ধী শিশু শিক্ষা ও পরিচর্যা সমিতি প্র'শিপস তাদের শিক্ষা দিয়েছে প্রতিব'ন্ধী রাও মানুষ। তাদেরও রয়েছে সমাজের অন্য দশজনের মতো অধিকার। সেই সূত্র ধরে বড় মেয়ে রুবিনা প্রতিব'ন্ধী তা নিয়েই এবার স্থানীয় কলেজে বিএসএস তৃতীয় বর্ষে পড়ছেন।

Interesting For You

মেজো মেয়ে রহিমা এইচএসসি পরীক্ষা দেবে এবং প্রতিব'ন্ধী ছোট ছেলে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়ছে। সমাজের অন্য দশ জনের মতো অধিকার নিয়ে বাঁচতে হলে লেখাপড়ার কোনো 'বিকল্প নেই। এ ভেবে প্রতিব'ন্ধী তার বোঝা গা থেকে ঝেরে ফেলে লেখাপড়া করে মানুষের মতো মানুষ 'হতে চায় তারা।

রুবিনা আক্তার বলেন, শারীরিক প্রতিব'ন্ধী । কিন্তু আমিও সমাজের অন্য দশজনের মতো মানুষ। বিয়ে হয়েছে বছর খানেক আগে। তবুও বড় হওয়ার প্রত্যয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছি। আমা'র ছোট ভাই বোনদেরকেও লেখাপড়া করার উৎসাহ দিচ্ছি। তারাও লেখা পড়া করছে।

প্রতিব'ন্ধী আব্দুর রহমান ওরফে আব্দুর রহিমের রেল লাইনের ধারে টিনের ছোট একটি চৌচালা ঘর। তাতে চার সন্তান ও স্ত্রীকে নিয়ে গাদাগাদি হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

বড় মেয়ে রুবিনা প্রতিব'ন্ধী হলেও অন্য এক হালকা দৃ'ষ্টি প্রতিব'ন্ধী র সঙ্গে পাত্রস্থ হয়েছে। অন্য মেয়ে রহিমা সমত্ত। তার বিয়ে দেয়া নিয়ে ভাবছেন তিনি ও তার স্ত্রী শরিফা বেগম। প্রতিব'ন্ধী বলে কে দয়া করে রহিমাকে ঘরে তুলে নেবে?

আব্দুর রহিমের সংসার চলছে এখন প্রতিব'ন্ধী তিন ছেলে মেয়ে ও নিজের প্রতিব'ন্ধী ভাতার নির্ভর করে।

অন্যের জমি বর্গা চাষ করে ও প্রতিব'ন্ধী ভাতায় জীবন চললেও তাদের স্বপ্ন দূর্বার ও অদম্য। প্রতিব'ন্ধী ছেলে মেয়েদের প্রতিব'ন্ধী তাকে পেছনে ফেলে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করার স্বপ্নের দূর্বার গতি নিয়ে প্রতিব'ন্ধী তার মাঝেও সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আব্দুর রহিম।

কান্না জড়িত কণ্ঠে রহিমা আক্তার বলেন, প্রতিব'ন্ধী হলেও আমর'া মানুষ। অভাব অনটনে জর্জরিত হলেও লেখাপড়া ছাড়িনি। লেখাপড়া করে অন্য দশজনের মতো মানুষ 'হতে চাই।

যদিও আমা'দের লেখাপড়া করানোর মতো সাধ্য প্রতিব'ন্ধী দরিদ্র বাবা-মা'র নেই। তথাপীও লেখাপড়া চালিয়ে যাচ্ছি। সরকার প্রতিব'ন্ধী ভাতা দিচ্ছে । সে ভাতার টাকার উচ্চ শিক্ষা লাভ করে চাকরি করে সমাজকে দেখাবো প্রতিব'ন্ধী হলেও আমর'াও পারি।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, প্রতিব'ন্ধী হলেও রুবিনা, রহিমা ও রিপনের মেধা ভালো আছে। লেখাপড়া করারও ইচ্ছে রয়েছে। এ বি'ষয়ে আমা'দের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে।