
আ’ফ’গানিস্তানের রাজধানী কাবুল দখলের পর ভারতকে ধন্যবাদ দিয়েছে তা'লে'বান। তবে একই সঙ্গে দিল্লিকে সামর'’িক তৎপরতা চালানোর ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
তা'লে'বান মুখপাত্র সুহাইল শাহিন এক সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন, আ’ফ’গানিস্তানে ভারতীয় সেনা উপস্থিতির পরিণতি ভালো হবে না। ভারতীয়রা আ’ফ’গানিস্তানে অন্যান্য দেশের সামর'’িক উপস্থিতির পরিণতি স্বচক্ষে দেখেছেন।
তবে ভারতের উপকারের কথা স্বীকার করেন তিনি। বলেন, আ’ফ’গানিস্তানের অবকাঠামো নির্মাণ, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, পুনর্গঠন ও জনকল্যাণে ভারত যেসব কাজ করেছে সে জন্য আমর'’া তাদের ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, গত দুই দশকে আ’ফ’গানিস্তানের অবকাঠামো নির্মাণকাজে কয়েকশ’ কোটি ডলার খরচ করেছে ভারত। আ’ফ’গানিস্তানে সালমা বাঁধ তৈরি থেকে শুরু করে পার্লামেন্ট, স্কুল, রাস্তা তৈরির জন্য প্রায় ২ বিলিয়ন মা’র্কিন ডলার খরচ করেছে ভারত।
বিদেশি কূটনীতিকদের নিরাপ'’ত্তা নিয়ে যে উদ্বেগ সৃ’'ষ্টি হয়েছে সে সম্পর্কে তা'লে'বান মুখপাত্র বলেন, কূটনীতিকদের ব্যাপারে আমা’দের অবস্থান পরিষ্কার; তাদের কোনো ক্ষ’তি আমর'’া করব না।
সাক্ষাৎকারে উগ্র জঙ্গিগোষ্ঠীগু'’লোর সঙ্গে তা'লে'বানের সম্পর্ক থাকার বি’ষয়টি অ’স্বীকার করেন সোহেল শাহিন। তিনি বলেন, ভারতসহ অন্য কোনো দেশে হাম’লা চালানোর কাজে আ’ফ’গানিস্তানের ভূমি ব্যবহার করার অনুমতি দেবে না তা'লে'বান।
এদিকে তা'লে'বান যো’'দ্ধা’রা আ’ফ’গানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশের পর ‘সাধারণ ক্ষ’মা’ ঘোষণা করেছে। তা'লে'বানের রাজনৈতিক মুখপাত্র সুহাইল শাহিন এক ঘোষণায় পুরো আ’ফ’গানিস্তানে ‘সাধারণ ক্ষ’মা’ ঘোষণা করেন।
রোববার (১৫ আগস্ট) ‘'বিকেলে এক বিবৃতিতে তা'লে'বানের পক্ষ থেকে বলা হয়, ’আ’ফ’গানিস্তানে যারা এর আগে আগ্রাসীদের জন্য কাজ করেছে, সাহায্য করেছে বা এখন যারা দুর্নীতিবাজ কাবুল প্রশাসনের বিভিন্ন পদে আসীন রয়েছেন তাদের সবার জন্য ইসলামিক আমিরাত দরজা খোলা রেখেছে এবং ক্ষ’মা ঘোষণা করেছে। আমর'’া আরেকবার তাদের আমন্ত্রণ জানাচ্ছি, যেন তারা দেশ ও জাতির জন্য কাজ করতে এগিয়ে আসেন।’
আল-জাজিরার খবরে বলা হয়েছে, আ’ফ’গানিস্তানের স্বরা’'ষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মির্জাকওয়াল বলেছেন, আফ’গান জনগণকে চিন্তা করতে হবে না। শহরে কোনো হাম’লা হবে না এবং শান্তিপূর্ণভাবে অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষ’মতার হস্তান্তর হবে।
এদিকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে জালালির নিয়োগের চূড়ান্ত অনুমোদন তা'লে'বান দেবে কিনা, সেই ব্যাপারে স্প’'ষ্ট করে কিছু জানা যায়নি। তবে সূত্র বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের জন্য এখন পর্যন্ত জালালিই সবচেয়ে যোগ্য ব্যক্তি।
তথ্যসূত্র- পার্সটুডে, আলজাজিরা।