
কাবুল: আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তা'লি'বান জানিয়ে দিল খুব শিগগিরই মুসলিম আমিরশাহি প্রতিষ্ঠা হবে আ’ফ’গানিস্তানে। কোনও অন্তর্বর্তী সরকার নয়, পুরোপুরি তা'লি'বানি শাসন জারি হয় এমনটাই চাইছেন তা'লি'বান নেতারা। অর্থাৎ আ’ফ’গানিস্তানে কার্যত তা'লি'বানি রাজ আজ থেকেই শুরু হচ্ছে, আশরাফ গনি সরকারের পতন 'হতেই। প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে তাজিকি'স্তান পালানোর কিছুক্ষণের মধ্যে আ’ফ’গানিস্তান থেকে ভারতে আশ্রয় নিতে এসেছেন বেশ কয়েকজন সাংসদ। ন্যাটো সূত্রে শেষ পাওয়া খবর অনুযায়ী, কাবুল থেকে সব বৈদেশিক উড়ান নি'ষি'দ্ধ করে দিয়েছে তা'লি'বানিরা। শুধু সামর'িক বিমানের জন্যই বন্দর খোলা রয়েছে।
শনিবার রাতেই কাবুলের মৃ'ত্যুঘণ্টা বেজে যায়। রবিবার সকাল জালালাবাদ হয়ে কাবুলের দিকে রওনা হয় তা'লি'বানরা। আজ কূটনৈতিক সূত্র সিএনএন নিউজ18-কে স্প'ষ্ট জানিয়ে দেওয়া হয় আফ’গানিস্থানে কোনও শক্তি ভাগাভাগির প্রশ্ন নেই। যেহেতু তা'লি'বানদের হাতেই সমস্ত ক্ষ'মতা প্র'ত্যার্পণ করেছেন আশরাফ গনি তাই আগামী দিনে ইসলামিক এমিরেটাস অফ আ’ফ’গানিস্তান প্রতিষ্ঠিত 'হতে চলেছে। তার প্রাণকেন্দ্র হবে কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদ।
এদিন ক্ষ'মতার হস্তান্তর হয় শান্তিপূর্ণভাবে। কাবুলে কোনও রকম আ'ক্রমণ না করার প্রতিশ্রুতি দেয় তা'লি'বানরা। প্রেসিডেন্ট প্রাসাদ ছাড়তেই দখল নেয় তা'লি'বান। স্প'ষ্ট জানিয়ে দেয় কোনও রকম অন্তর্বর্তী সরকার গঠনের কোন পরিকল্পনাই নেই তাদের। শহরের বাইরে কারা'বাঘে অঞ্চলে তা'লি'বানিদের সঙ্গে সং'ঘর্ষ বাধে স্থানীয়দের। এই ঘটনায় অন্তত ৪০ জন আ'হত হন।
যদিও এখনও পর্যন্ত আ’ফ’গানিস্তানের উপ-রা'ষ্ট্রপতি আমর'ুল্লাহ সালেহ ট্যুইটারে বলছেন, “আমি কখনও তা'লি'বানি জঙ্গিদের হাতে প্র'ত্যার্পণ করব না নিজেকে। আমি কখনোই নিজের আ'ত্মাকে 'বিক্রয় করবো না আমা'র আদর্শ আহমেদ মাসুদ।”