
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মোল্লা হায়বাতুল্লাহ আ খু'নজাদা 'হতে যাচ্ছেন আমির-উল মোমেনিন (বিশ্বা'সীদের কমান্ডার)। তার তিনজন সহযোগী থাকবেন। তা'লে'বানের প্রতিষ্ঠাতা মোল্লা উমর'ের ছেলে মোল্লা ইয়াকুব সরকারের সামর'িক শাখার প্রধানের দায়িত্বে থাকবেন। সিরাজউদ্দিন হাক্কানি সং'ঘঠনটির আর্থিক ও সামর'িক রসদের দেখভালের দায়িত্বে থাকবেন। মোল্লা আবদুল ঘানি বারাদার কাতারের দোহায় সংগঠনটির রাজনৈতিক কার্যালয়ের দায়িত্ব পালন করবেন।
আ’ফ’গানিস্তানে তা'লে'বান যো'দ্ধাদের ক্ষ'মতা দখল এখন সময়ের ব্যাপার মাত্র। রাজধানী কাবুল এখন সশস্ত্র তা'লে'বান বাহিনীর দখলে। প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নিয়েছে ফের দুই দশক পর আ’ফ’গানিস্তানের ক্ষ'মতার মসনদে বসতে যাওয়া তা'লে'বানরা।
আফ’গান প্রেসিডেন্ট আশরাফ ঘানি রোববার সন্ধ্যার দিকে কাবুল ছেড়ে প্রতিবেশী দেশ তাজিকি'স্তানে পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নেন তা'লে'বান যো'দ্ধা'রা।
ক্ষ'মতা যখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে, তখনই ভোল পাল্টাতে শুরু করে তা'লে'বানের শীর্ষ নেতারা।
এখন আর ক্ষ'মতা ভাগাভাগি বা কোনো অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রাজি নন তারা। সরাসরি রা'ষ্ট্রের পূর্ণ ক্ষ'মতা নেয়ার পাঁয়তারা শুরু করে দিয়েছেন তারা।
এরই মধ্যে তাদের সম্ভাব্য সরকারে কারা' কোন পদে থাকবেন, তা প্রকাশ পাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।
তা'লে'বান সরকারে কারা' নেতৃত্বে
১৬ আগস্ট, ২০২১ ০১:৫৯মোশফেকুর রহমান মোশফেকুর রহমান, ডেস্ক
তা'লে'বান সরকারে কারা' নেতৃত্বে
তা'লে'বানদের নতুন প্রধান 'হতে যাচ্ছেন মোল্লা হায়বাতুল্লাহ আ খু'নজাদা। তিনি হবেন আমির-উল মোমেনিন (বিশ্বা'সীদের কমান্ডার)। ছবি: সংগৃহীত
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মোল্লা হায়বাতুল্লাহ আ খু'নজাদা 'হতে যাচ্ছেন আমির-উল মোমেনিন (বিশ্বা'সীদের কমান্ডার)। তার তিনজন সহযোগী থাকবেন। তা'লে'বানের প্রতিষ্ঠাতা মোল্লা উমর'ের ছেলে মোল্লা ইয়াকুব সরকারের সামর'িক শাখার প্রধানের দায়িত্বে থাকবেন। সিরাজউদ্দিন হাক্কানি সং'ঘঠনটির আর্থিক ও সামর'িক রসদের দেখভালের দায়িত্বে থাকবেন। মোল্লা আবদুল ঘানি বারাদার কাতারের দোহায় সংগঠনটির রাজনৈতিক কার্যালয়ের দায়িত্ব পালন করবেন।
আ’ফ’গানিস্তানে তা'লে'বান যো'দ্ধাদের ক্ষ'মতা দখল এখন সময়ের ব্যাপার মাত্র। রাজধানী কাবুল এখন সশস্ত্র তা'লে'বান বাহিনীর দখলে। প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নিয়েছে ফের দুই দশক পর আ’ফ’গানিস্তানের ক্ষ'মতার মসনদে বসতে যাওয়া তা'লে'বানরা।
আফ’গান প্রেসিডেন্ট আশরাফ ঘানি রোববার সন্ধ্যার দিকে কাবুল ছেড়ে প্রতিবেশী দেশ তাজিকি'স্তানে পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নেন তা'লে'বান যো'দ্ধা'রা।
ক্ষ'মতা যখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে, তখনই ভোল পাল্টাতে শুরু করে তা'লে'বানের শীর্ষ নেতারা।
এখন আর ক্ষ'মতা ভাগাভাগি বা কোনো অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রাজি নন তারা। সরাসরি রা'ষ্ট্রের পূর্ণ ক্ষ'মতা নেয়ার পাঁয়তারা শুরু করে দিয়েছেন তারা।
এরই মধ্যে তাদের সম্ভাব্য সরকারে কারা' কোন পদে থাকবেন, তা প্রকাশ পাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মোল্লা হায়বাতুল্লাহ আ খু'নজাদা 'হতে যাচ্ছেন আমির-উল মোমেনিন (বিশ্বা'সীদের কমান্ডার)। ইসলামি শরিয়া আইনে বিশেষজ্ঞ এ ব্যক্তি তা'লে'বানের সর্বোচ্চ নেতা 'হতে যাচ্ছেন। তিনি রাজনৈতিক, ধর্মীয় এবং সামর'িক বি'ষয়ে চূড়ান্ত সি'দ্ধান্ত দেবেন।
তার তিনজন সহযোগী থাকবেন। তা'লে'বানের প্রতিষ্ঠাতা মোল্লা উমর'ের ছেলে মোল্লা ইয়াকুব সরকারের সামর'িক শাখার প্রধানের দায়িত্বে থাকবেন।
সিরাজউদ্দিন হাক্কানি সংগঠনটির আর্থিক ও সামর'িক রসদের দেখভালের দায়িত্বে থাকবেন। পাশাপাশি দেশটিতে আ'ত্মঘা'তী বো'মা হাম'লার দায়িত্বে থাকা হাক্কানি নেটওয়ার্কের দায়িত্ব থাকবেন তিনি। তা'লে'বান মুজাহিদীনের শীর্ষ কমান্ডার জালালউদ্দিন হাক্কানির ছেলে তিনি।
মোল্লা আবদুল ঘানি বারাদার কাতারের দোহায় সংগঠনটির রাজনৈতিক কার্যালয়ের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি দলটির হয়ে দরকষাকষি ও সংলাপ চালিয়ে যাব'েন। তিনি তা'লে'বানের অন্যতম সহপ্রতিষ্ঠাতা ও বাহিনীটির রাজনৈতিক প্রধান। দোহায় শান্তি আলোচনায় গু'রুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
২৬ সদস্যের লিডার'শিপ কাউন্সিল মন্ত্রিসভা গঠন করে নীতিমালা প্রণয়ন ও কমিশনের যাব'তীয় কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন। এই কমিশনের নাম হবে রাহাবারি শুরা।
কেন্দ্রীয় সরকারের আদলে প্রতিটি প্রদেশে ছায়া গভর্নরের তত্ত্বাবধানে কাজ করবে প্রাদেশিক সরকার। সেখানে প্রতিটি যু'দ্ধক্ষেত্রের সেনাপতি নির্বাচিত হবেন সামর'িকবি'ষয়ক কমিশনের মাধ্যমে।
যুক্তরা'ষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত এপ্রিলে ঘোষণা দেন, দুই দশকের যু'দ্ধের অবসান ঘটিয়ে তার দেশের সেনাবাহিনী ১১ সেপ্টেম্বরের মধ্যে আ’ফ’গানিস্তান ছেড়ে যাব'ে। এরপর মে মাসে আ’ফ’গানিস্তানের সরকারি বাহিনীর বিরু'দ্ধে সশস্ত্র যু'দ্ধ শুরু করে তা'লে'বান বাহিনী।
কাবুল দখলের আগে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবে তা'লে'বান যো'দ্ধা'রা সম্মতি জানালেও রাজধানী দখলের পর ইউটার্ন নিয়েছে তারা। এখন বলছে, পুরো ক্ষ'মতাই চাই তাদের।
রয়টার্সের খবরে বলা হয়েছে, আফ’গান প্রেসিডেন্ট আশরাফ ঘানি রোববার সন্ধ্যার দিকে কাবুল ছেড়ে তাজিকি'স্তানে পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নিয়ে এ দাবি করছেন তা'লে'বান যো'দ্ধা'রা।
তা'লে'বানের জয়যাত্রার মুখে তাজিকি'স্তানের উদ্দেশে শুধু আ’ফ’গানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিই নন, পালিয়েছেন তার দুই সহযোগীও।
আ’ফ’গানিস্তানভিত্তিক বার্তা সংস্থা খামা প্রেসের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আ’ফ’গানিস্তানের জাতীয় নিরাপ'ত্তা উপদে'ষ্টা হাম'দুল্লাহ মুহিব এবং প্রেসিডেন্টের প্রশাসনিক কার্যালয়ের প্রধান ফজেল মাহমুদ ফজলিও ঘানির সঙ্গে তাজিকি'স্তানের উদ্দেশে দেশ ছাড়েন।
এর আগে রোববার 'বিকেলে আ’ফ’গানিস্তানের পার্লামেন্টের স্পিকার মির রহমান রহমানি এবং প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ইউনুস কানুনি, মুহাম্ম'দ মুহাকেক, করিম খালিলি, আহমেদ ওয়ালি মাসুদ ও আহমেদ জিয়া মাসুদ পাকি'স্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে দেশ'ত্যাগ করেন।
এদিকে প্রেসিডেন্ট ঘানির দেশ'ত্যাগ নিয়ে ভিডিও ক্লিপে মুখ খোলেন আ’ফ’গানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ।
ঘানির সমালোচনা করে তিনি বলেন, আ’ফ’গানিস্তানের মানুষকে বিশৃঙ্খলা ও দুর্ভোগের মধ্যে ফেলে প্রেসিডেন্ট পালিয়েছেন। ভবি'ষ্যতে তার বিচার হবে।
রোববার সন্ধ্যায় রাজধানী কাবুলে ঢুকতে যো'দ্ধাদের নির্দেশ দিয়েছে তা'লে'বান।