তালেবানের জয়ের মুখে দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট

তা'লে'বান যো'দ্ধাদের জন্য রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়া যখন সময়ের ব্যাপার, তখন আ’ফ’গানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির দেশ ছাড়ার খবর এসেছে।

নির্ভরযোগ্য দুটি সূত্রের বরাতে রোববার এ সংবাদ প্রকাশ করেছে কাবুলভিত্তিক সংবাদমাধ্যম টলো নিউজ।

তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীতে তা'লে'বানের প্রবেশের পর দেশ ছেড়েছেন আশরাফ ঘানি। দেশ ছেড়েছেন তার ঘনিষ্ঠ সহযোগীরাও।

আ’ফ’গানিস্তানের স্বরা'ষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, প্রেসিডেন্ট আশরাফ ঘানি আফ’গানিস্থান ছেড়ে তাজিকি'স্তানে পালিয়েছেন। একই তথ্য দিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও।

তবে ‘নিরাপ'ত্তার স্বার্থে’ আশরাফ ঘানির বি'ষয়ে মন্তব্য করতে রাজি হয়নি প্রেসিডেন্ট দ'প্ত র।

এর আগে কাবুলে প্রবেশ করে তা'লে'বানের এক প্রতিনিধি বলেছিলেন, ঘানি কোথায় আছেন তার খোঁজ করছেন তারা।

Interesting For You

আ’ফ’গানিস্তানের সংবাদ সংস্থা খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বিবাদ মেটানোর জন্য গঠিত জাতীয় পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, আ’ফ’গানিস্তান ছেড়েছেন আশরাফ ঘানি।

ঘানির সমালোচনা করে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন, আ’ফ’গানিস্তানের জনগণকে এক অরাজক পরিস্থিতি এবং দুর্দশার মধ্যে রেখে পালিয়েছেন ঘানি। ভবি'ষ্যতে তার বিচার হবে।

খামা প্রেস আরও বলেছে, আশরাফ ঘানির সঙ্গে দেশ ছেড়ে তাজিকি'স্তানে পালিয়েছেন আ’ফ’গানিস্তানের জাতীয় নিরাপ'ত্তা উপদে'ষ্টা হাম'দুল্লাহ মুহিব ও প্রেসিডেন্ট দ'প্ত রের প্রধান প্রশাসক ফজেল মাহমুদ ফজলি।

রোববার এর আগে আ’ফ’গানিস্তানের পার্লামেন্টের স্পিকার মির রহমান রহমানি, প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ইউনুস কানুমি, মুহাম্ম'দ মুহাকেক, করিম খলিলি, আহমেদ ওয়ালি মাসুদ ও আহমেদ জিয়া মাসুদ পালিয়েছেন পাকি'স্তানে।

তা'লে'বান থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারি বাহিনীর সম্ভাব্য ডা'কাতি, লুট ও অরাজকতা ঠেকানোর জন্য তারা রাজধানী কাবুলে প্রবেশ করেছেন। তাদের ধারনা বিদায়ের আগে এসব কর্মকাণ্ড চালাবে সরকারি বাহিনী।