
সিলেট নগরীতে মোটরসাইকেলে নিজের শরীরের সাথে বেধে একটি অক্সিজেন নিয়ে অক্সিজেন নিয়ে রোগীদের বাসায় ছুটছেন একজন পু’লিশ সদস্য। এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাই’রাল। অনেকে মনে প্রশ্ন এত ঝুকি নিয়ে যাচ্ছেন কেএই পু’লিশ সদস্য।
আসলে তিনি ডিউটি শেষে জরুরী ফোন পেয়ে মুমূর্ষ রোগীর জন্য অক্সিজেন নিয়ে হাসপাতা’লের পথে যাচ্ছেন। ইতিমধ্যে এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাই’রাল।
তিনি হলেন সিলেট মহানগর পু’লিশের (এসএমপি) নায়েক সফি আহমেদ। কখনো অক্সিজেন নিয়ে, কখনো খাদ্য নিয়ে, আবার কখনো র’ক্ত ও প্লাজমা নিয়ে। দিনরাত মানুষের সেবা করে চলাই হচ্ছে সফির কাজ। করো’নাকাল শুরুর পর থেকে মানুষের সেবায় নির্মোহভাবে কাজ করে যাচ্ছেন।
পেশাগত দায়িত্বের পাশাপাশি তাঁর মান'বিক কাজ আলোড়ন সৃ'ষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে। অ'সহায় দুস্থদের নিয়মিত সেবা করছেন তিনি।
মানব সেবার উদ্দেশ্য স’ম্পর্কে নায়েক সফি আহমেদ বলেন, ‘মানুষ মানুষের জন্য। কখনো কাউকে ফেলে যেতে পারি না। যতটুকু পারছি সাহায্য করছি। করো’না আ’ক্রা'ন্তদের চিকিৎসার ব্যবস্থা করছি। মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে আমি প্রস্তুত। সহকর্মীরা প্রতিদিন আ’ক্রা'ন্ত হচ্ছেন। তবু ভ’য়কে জয় করে মানুষের সেবা দিয়ে চলেছি।’ মানব সেবা পু’লিশের ধ’র্ম।
এসএমপির এই পু’লিশ সদস্য মান'বিক পু’লিশ নামে বেশ সুপরিচিত। চলমান সময়ে কাউকে হাসপাতা’লে নেওয়ার প্রয়োজন হলে ওষুধ বা নগদ টাকা, অক্সিজেন এবং রাস্তার অনাহারে থাকা মানুষকে খিচুড়ি, আপেল, পাউরুটি, বিশু'দ্ধ পানি ও মাস্ক-খাদ্য সামগ্রী সবটুকুই তিনি তার সাধ্যমতো সরবরাহ করে আসছেন। আর এর সবটুকুই বেশীর ভাগই তাঁর বেতনের টাকায়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন