৮ কোটি ৪০ লাখ টাকায় বিক্রি মেসির ব্যবহার করা নিলামে সেই রুমাল

বার্সার হয়ে মেসির বিদায় ভাষণের সময় স্টেজে উঠেই কান্নায় ভেঙে পড়েন এলএমটেন। ঠিক তখনই মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো মেসির কাছ একটি রুমাল এগিয়ে দেন চোখের পানি মুছার জন্য। মেসির ব্যবহার করা সেই রুমালটি আজ নিলামে তুলে বার্সা কর্তৃপক্ষ।

অবাক করার বি'ষয় হলেও সত্যি সে রুমালটি নিলাম থেকে একজন স্প্যানিশ ধনকুবের কিনে নেন ১ মিলিয়ন ডলারের বিনিময়ে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি ৪০ লক্ষ টাকার কাছাকাছি!

Interesting For You

সূত্রঃ Tyc Sports