গোসল করতে গিয়ে ধ’র্ষ’ণের শিকার গৃহবধূ

সীমা'ন্ত ছড়ায় গোসলে গিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে এক হাজং গৃহবধূ (২৩) ধ’র্ষ’ণের শি'কার হয়েছেন বলে অ'ভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার উওর বড়দল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অ'ভিযু’ক্ত রাশিদ মিয়া (৪০) উপজেলার উওর বড়দল ইউনিয়নের রাজাই গ্রামের আবুল কালামের ছেলে। রাশিদের ঘরে দুই স্ত্রী রয়েছে। সে চার সন্তানের জনক।

শনিবার সন্ধ্যায় ওই গৃহবধূর বাবা-মা জানান, শনিবার সকালের দিকে তাদের মেয়ে গোসল করতে গেলে তাকে জো’রপূর্বক পাহাড়ঘেঁষা জঙ্গলের ভেতর ধরে নিয়ে ধ’র্ষ’ণ করে। এরপর সে বাড়ি ফিরে পরিবার ও সম্প্রদায়ের লোকজনকে ধ’র্ষ’ণের বি'ষয়টি জানায়।

Interesting For You

খবর পেয়ে থা’না পু’লি’শ প্রাথমিক তদ'ন্ত শেষে দুপুরের দিকে চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

তাহিরপুর থা’নার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, অ'ভিযুক্তকে পু’লি’শ হেফাজতে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক তদ'ন্তে ঘটনার সত্যতা পাওয়ায় এ ব্যাপারে থা’নায় মা’ম'লা দায়েরের বি'ষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।