বঙ্গবন্ধুকে হারানোর শোকে ৪৬ বছর ধরে কালো পোশাক ও খালি পায়ে বৃদ্ধ ইসাহাক

নৃ'শংস হ'ত্যার প্রতিবাদ এবং বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্র'দ্ধায় কালো পোশাক-আর খালি পায়ে ৪৬ বছর পাড় করেছেন, ইসাহাক শরীফ। তার বাড়ি বরনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের উত্তর চরপাড়া। বর্তমানে তার বয়স ৯৪ বছর। বয়সের ভারে হয়ে পরেছেন দুর্বল, স্পস্টভাবে এখন আর কথাও বলতে পারেননা। ৭০ দশকে ইসাহাক শরীফ চট্টগ্রামে জাহাজ ভাঙ্গা শ্রমিক হিসেবে কাজ করতেন। ১৯৭৫ সালের আগস্ট মাসে তিনি ছুটিতে বাড়ি আসেন। ১৫ আগস্ট কাল রাতে বঙ্গবন্ধুকে সপরিবারে হ'ত্যার খবর শুনে অ'স্থির হয়ে যান।

ইসাহাক শরীফ জানিয়েছেন, বঙ্গবন্ধুর মর'দে'হ দেখার জন্য ১৬ আগস্ট তিনি ঢাকা গিয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধুর মর'দে'হ টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়ায় তার ইচ্ছে সফল হয়নি। বঙ্গবন্ধুকে হারানোর শোকে তিনি আজীবনের জন্য কালো পোষাক পরিধানের সি'দ্ধান্ত নেন। সেদিন থেকেই তিনি কালো ফতুয়া, কালো লুঙ্গি, আর খালি পায়ে থাকা শুরু করেছেন। ওই পোষাকেই তিনি মৃ'ত্যুবরণ করতে চান। কালো পোষাক পরার বি'ষয়ে বলেন, রঙিন পোষাক পরার ইচ্ছে তার নেই। বঙ্গবন্ধুকে হারিয়ে আমি যে শোক পেয়েছি, মৃ'ত্যু পর্যন্ত আমি সেই শোক ধারন করতে চাই। পায়ে জুতা না পড়ার বি'ষয়ে বলেন, যে মাটিতে বঙ্গবন্ধু ঘু'মিয়ে আছেন-সেই মাটিতে আমি জুতা পায়ে দিয়ে হাঁটতে পারবোনা।

Interesting For You

ইসাহাক শরীফ আরও জানিয়েছেন, মৃ'ত্যুর আগে তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে চান। আর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সাথে করতে চান শেষ দেখা। বঙ্গবন্ধুর কথা জিজ্ঞেস করলে এখনো তিনি প্রশ্ন করেন, যে লোকটা বাংলাদেশ স্বাধীন করলো-তাকে কেনো মা'রলো ? কি অ’পরাধ ছিলো তার ? ইসাহাক শরীফ তার ঘরের ভিতরেই টানিয়ে রেখেছেন বঙ্গবন্ধুর ছবি। করোনার মহামা'রীর কারনে লিখে রেখেছেন, মুখে মাস্ক ছাড়া ভিতরে প্রবেশ করিবেন না।

তালতলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ছোটবগী ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনু বলেন, তার মতো মুজিব ভক্ত মানুষ আর দেখিনি। এলাকার মানুষ তাকে ডাকেন, মুজিব পাগল। বঙ্গবন্ধুকে নিয়ে কেউ সমালোচনা করলে তাকে তিনি মা'রতে যান। অনেককেই তিনি মে'রেছেন। অভাবে দিন কাটলেও ইসাহাক শরীফ কারো কাছেই কিছু চাননা। তারপরেও চেয়ারম্যান হিসেবে তিনি সহায়তা করেন