জানেন কি কারণে আজও অবিবাহিত সালমান? বেরিয়ে এলো লিভ-ইনের উদ্যম স’ঙ্গমের রহস্য

আজও তিনি বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর। পঞ্চাশ পেরিয়েও এখনো বিয়ে নিয়ে স্পিকটি নট ভাইজান ওরফে সালমান খান। বহু সুন্দরীর সাথে নাম জড়িয়েছে বলিউডের এই লাভার বয়ের, তবে কোনো প্রেমই অবশেষে পায়নি পরিণতি। সালমান খানের অনুরাগীদের মনে একটাই প্রশ্ন কবে বিয়ে করছেন ভাইজান? তবে বিয়ের প্রতি যে সালমানের প্রবল অনীহা তা বারবার বুঝিয়ে দিয়েছেন অ'ভিনেতা। কিন্তু একটা সময় বিয়ে নিয়ে সালমানের এমন দৃ'ষ্টিভঙ্গি মোটেও ছিল না। বরং বিয়ে করে সুখে সংসার করতে চেয়েছিলেন সকলের প্রিয় দাবাং অ'ভিনেতা।

কিন্তু তার প্রেমে ভিলেন হয়ে দাঁড়িয়েছিলেন প্রেমিকার বাবা। না না, ঐশ্বর্য কিংবা ক্যাটরিনার কথা বলছি না। বরং কেরিয়ারের একদম শুরুর দিকে এই অ'ভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন সালমান। এমনকি তাকে বিয়ে করে সংসার করতে চেয়েছিল। কিন্তু কে সেই অ'ভিনেত্রী? নিজের মুখে তিন দশক পরে নিজের ব্য'র্থ ভালবাসার কথাই একটি সাক্ষাৎকারে প্রকাশ্যে আনলেন অ'ভিনেতা। কে বলতে পারে হয়তো এই ব্য'র্থ ভালোবাসার জন্যই আজ অব্দিও ব্যাচেলর সালমান!

বহু নায়িকার সাথে তার নাম জড়িয়েছে কখনো ঐশ্বর্য আবার কখনো ক্যাটরিনা। তবে বিয়ের পিঁড়ি পর্যন্ত কোন সম্পর্কে পৌঁছায়নি সালমানের। কিন্তু একটা সময়ে সালমান এমন একজনের প্রেমে পড়েছিলেন যাকে বিয়ে করে সংসার করতে চেয়েছিলেন তিনি। আশির দশকে ঘটে গিয়েছিল এই ঘটনাটি। যখন বলিউডে সালমান একেবারে নবাগত। সেই সময় এক সুন্দরীর প্রেমে পড়েছিলেন তিনি। সম্প্রতি সেই আশির দশকের ঘটনাকেই তিন বছর আগে সকলের সামনে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন ভাইজান।

সালটা ১৯৯২, ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির সাফল্যের পর বলিউডের এক অ'ভিনেত্রীর প্রেমে পড়েছিলেন সালমান। এমনকি তাকে বিয়ের প্রস্তাবও দিয়ে বসেছিলেন অ'ভিনেতা। তবে সেই অ'ভিনেত্রী সালমানের সেই প্রস্তাবে রাজি হয়নি। সেই অ'ভিনেত্রী অন্য কেউ নয় বরং নব্বইয়ের দশকের অন্যতম সেরা অ'ভিনেত্রী জুহি চাওলা।

Interesting For You

আন্দাজ আপনা আপনা’ ছবির শ্যুটিং চলাকালীন ট্যুরে গিয়ে জুহিকে বিয়ের জন্য প্রপোজ করেছিলেন সালমান। কিন্তু শুরুতেই সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিল জুহি চাওলা। কিন্তু সালমানও নাছোড়বান্দা জুহিকে বিয়ে করার জন্য। সোজা বিয়ের প্রস্তাব নিয়ে চলে গিয়েছিলেন জুহির বাবার কাছে। তবে জুহির বাবাও প্র'ত্যাখ্যান করেছিলেন সালমানকে। তবে সালমানকে প্র'ত্যাখ্যান করার কারণ কি ছিল সেই বি'ষয়ে বলতে গিয়ে সালমান বলেন, জুহির বাবা তাকে জানিয়েছিল জুহির জন্য তিনি সঠিক নন।

জুহি এবং সালমানের এই ঘটনার পর কোনদিনও একসাথে ছবি করতে দেখা যায়নি তাদের। অন্যদিকে শাহরুখ এবং আমির এই দুই খানের সাথে জুটি বেঁধে জুহি সুপারহিট সিনেমা উপহার দিলেও সালমানের সাথে কোনদিনও স্কিন শেয়ার করেননি তিনি। কেবলমাত্র জুহির ‘দিওয়ানা মাস্তানা’ ছবিতে সালমান ক্যামিও চরিত্রে অ'ভিনয় করেছিলেন। এই ছবিতে জুহির সাথে মুখ্য চরিত্রে অ'ভিনয় করেছিলেন গোবিন্দা এবং অনিল কাপুর।

এরপর জুহি বিশি'ষ্ট ব্যবসায়ী জয় মেহেতার সাথে সাতপাকে বাঁধা পড়েন। এক ছেলে এবং এক মেয়ে নিয়ে সুখের সংসার অ'ভিনেত্রীর। সালমানের জীবনও থেমে থাকেনি। তার জীবনেও এসেছে একের পর এক সুন্দরী। ঐশ্বর্য, ক্যাটরিনা ইউলিয়া, জ্যাকলিন একাধিক নায়িকার সাথে জড়িয়েছে সালমানের নাম। যদিও কেউই ধরে রাখতে পারেনি সালমানকে, সেই কারনে আজও সালমান মোস্ট এলিজেবল ব্যাচেলর ম্যানের তকমা নিজের গায়ে সেঁটে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে কি আজও নিজের পুরনো প্রেম জুহিকে ভুলতে পারেননি সালমান? সেই উত্তর অবশ্য কেবল সালমান খানই দিতে পারবেন।

উল্লেখ্য, বিগ বসের মঞ্চে ২০১৫ সালে অতিথি হিসেবে এসেছিলেন জুহি। দীর্ঘদিন পর সালমান এবং জুহি চাওলাকে একসাথে এক মঞ্চে দেখা গিয়েছিল। সেই সময় জুহি সালমানের সাথে জুটি বেঁধে সিনেমায় কাজ করতে চাইলে, সালমান তাকে তার মায়ের ভূমিকায় অ'ভিনয় করার প্রস্তাব দেন।