
চট্টগ্রামের রাঙ্গু'নিয়া উপজেলায় নিজ বাড়ি থেকে এক দম্পতির ঝু'লন্ত মর'দে'হ উ'দ্ধার করেছে পু'লিশ। শুক্রবার রাতে তাদের মর'দে'হ উ'দ্ধার করা হয়।
নি'হত ইস্কান্দার ওই এলাকার বাসি'ন্দা শাহ আলমের ছেলে। তার স্ত্রীর নাম রুমা।
স্থানীয়রা জানায়, ইস্কান্দার ও রুমা'র দুইবছর আগে বিয়ে হয়। তাদের সংসারে এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। কাতারপ্রবাসী ইস্কান্দার গত মঙ্গলবার দেশে ফিরেছেন।
রাঙ্গু'নিয়া সার্কেলের এএসপি আনোয়ার হোসেন শামীম বলেন, শুক্রবার রাতে লালানগর ইউনিয়ন এলাকা থেকে প্রবাসফেরত এক যুবক ও তার স্ত্রীর মর'দে'হ উ'দ্ধার করা হয়েছে। মর'দে'হ দুটি ময়নাতদ'ন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, এটি হ'ত্যা নাকি আ'ত্মহ'ত্যা বি'ষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তদ'ন্ত সা'পেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডেইলি বাংলাদেশ/জেএস