পল্লী চিকিৎসকের চেম্বারে চিকিৎসা নিতে ধ’র্ষণের শিকার গৃহবধু!

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের বালুয়া বাজারে শাহারুল ইসলাম নামের এক পল্লী চিকিৎসকের চেম্বারে চিকিৎসা নিতে ধ'র্ষণের শি'কার হয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (১২ আগস্ট) 'বিকাল ৫টার দিকে কালুয়া বাজারে ডাক্তারের চেম্বারে এ ঘটনায় ঘটে।স্থানীয়রা জানায়, উপজেলার দরবস্ত ইউনিয়নের গন্ধববাড়ী গ্রামের এক গৃহবধূ অ'সুস্থ হয়ে পড়লে বালুয়া বাজারের পল্লী চিকিৎসক শাহারুলের চেম্বারে আসে। এ সময় কেউ না থাকার সুযোগে শাহারুল চেম্বারের দরজা বন্ধ করে জোরপূর্বক ওই নারীকে

ধ'র্ষণ করে।পরে ওই নারী চেম্বার থেকে বের হয়ে বি'ষয়টি স্থানীয়দের জানালে উপস্থিত লোকজন ওই চিকিৎসকের চেম্বার ঘিরে রেখে বিচার দাবী করে। খবর পেয়ে পু'লিশ ঘটনাস্থল এসে শাহারুলকে আট'ক করে থা'নায় নিয়ে আসে।গোবিন্দগঞ্জ থা'নার অফিসার ইনচার্জ (তদ'ন্ত) তাজুল ইসলাম জানান, রাতেই ধ'র্ষণের শি'কার গৃহবধূ বাদী হয়ে পল্লী চিকিৎসক শাহারুলের বিরু'দ্ধে নারী ও শিশু নি'র্যা'তনআইনে মাম'লা দায়ের করেছেন।এরকম আরও সংবাদহাতকড়াসহ পালানো সেই যুবদল নেতা এবার ‘ধ'র্ষণ’ করতে গিয়ে

গ্রে'ফতার!পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দশমিনায় পু'লিশের ওপর হাম'লা মাম'লায় দীর্ঘদিন পলাতক থাকার পর এবার ধ'র্ষণের অ'ভিযোগে মো. নজরুল ইসলাম (৩০) নামে এক যুববল নেতা গ্রে'ফতার হয়েছেন।বৃহস্পতিবার (১২ আগস্ট) গভীর রাতে উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে স্থানীয়রা তাকে আট'ক করে পু'লিশ সোপর্দ করেছেন।নজরুল ওই ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।পু'লিশ জানায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের সেকান্দার মোল্লার ছেলে মো. নজরুল ইসলামকে গত

Interesting For You

২ জুন মা'দকসহ গ্রে'ফতার করা হয়। ওই সময় সে পু'লিশের ওপর হাম'লা করে হাতকড়াসহ পালিয়ে যায়। এর পর থেকে দীর্ঘদিন ধরে পলাতক ছিল সে।গতকাল বৃহস্পতিবার রাতে বাঁশবাড়িয়া গ্রামের এক তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে নজরুল তাকে একটি ঘরে নিয়ে ধ'র্ষণ করে বলে অ'ভিযোগ পাওয়া গেছে।

পরে স্থানীয়রা তাকে আট'ক করে থা'নায় খবর দিলে পু'লিশ নজরুলকে গ্রে'ফতার করে।নজরুলের বিরু'দ্ধে ককটেল বি'স্ফো'রণসহ একাধিক মাম'লা রয়েছে বলে জানিয়েছে পু'লিশ।দশমিনা থা'নার ওসি মো. জসিম জানান, গ্রে'ফতার নজরুলের বিরু'দ্ধে ধ'র্ষণ ও প'র্নোগ্রাফি মাম'লা প্রক্রিয়াধীন। ভুক্তভোগী তরুণীকে মেডিকেল টেস্টের জন্য পটুয়াখালী পাঠানো হবে।