
দিনাজপুরে ২৬ বছর এক যুবতীকে বিয়ের প্র'লোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ ও ধ’র্ষণের ভিডিও মোবাইলে ধারণ করার অ'ভিযোগের মাম'লায় ফরিদুল ইম'লাম (২৮) নামে এক ধ’র্ষককে আট'ক করেছে পু’লিশ।
গতকাল বুধবার 'বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর কোতয়ালী থা'না পু'লিশ তাকে আ'দালতে সোপর্দ করে। এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে দিনাজপুর শহরের কাঞ্চনব্রীজ এলাকা থেকে তাকে আট'ক করা হয়। আট'ক ফরিদুল ইসলাম দিনাজপুর শহরের কসবা এলাকার নুরুল চৌধুরীর ছেলে।
দিনাজপুর কোতয়ালী থা’নার ভারপ্রা'প্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, গত ৬ আগ'ষ্ট ধ’র্ষিত ওই যুবতী বাদী হয়ে কোতয়ালী থা’নায় নারী ও শিশু নি’র্যাতন দমন ও প’র্ণগ্রাফি আইনে মা’ম'লা দায়ের করেন।
মা’ম'লায় ওই যুবতী অ'ভিযোগ করেন, গত ২৫ ফেব্রুয়ারী দিনাজপুর শহরের সিটিপার্কের ধ’র্ষক ফরিদুল তাকে বেড়াতে নিয়ে যায়। সেখানে বিয়ের প্র'লোভন দেখিয়ে সিটিপার্কের একটি রুমে ধ'র্ষ’ণ করে। ধ’র্ষণের সময় ফরিদুল গোপ'নে মোবাইলে ভিডিও ধারণ করে। এরপর থেকে ৬ আগ'ষ্ট পর্যন্ত ওই যুবতীকে একাধিক বার বিয়ের প্র'লোভন ও ভয়ভীতি দেখিয়ে ধ'র্ষ’ণ করে।
তিনি আরও জানান, যুবতীর অ'ভিযোগ পাওয়ার পর থা’নার এসআই সৌরভ কুমা'র দত্তকে মা’ম'লার তদ'ন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাতে তাকে কাঞ্চনব্রীজ এলাকা থেকে আট'’ক করা হয়।
গতকাল বুধবার 'বিকেলে তাকে আ'দালতে সোপর্দ করে ৭ দিনের রি'মান্ড আবেদন করা হয়েছে। দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ধ’র্ষণের শি'কার ওই যুবতীকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।