
নরসিংদীর পলা'শে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামে এনকে কেমিক্যাল ফ্যা'ক্টরির খামা'র থেকে ডিবি পু'লিশ পরিচয়ে গরু লুট করার ঘটনায় লুটকৃত গরু ও অ'স্ত্রসহ ৬ ডা'কাতকে গ্রে''প্ত ার পু'লিশ। বৃহস্পতিবার রাতে গোপ'ন সংবাদের ভিত্তিতে নরসিংদীর অতিরিক্ত পু'লিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদের নেতৃত্বে ডিবি পু'লিশের একটি টিম বিশেষ অ'ভিযান চালিয়ে সক্রিয় ৬ ডা'কাত সদস্যকে অ'স্ত্রসহ গ্রে''প্ত ার করে। এসময় তাদের দেওয়া তথ্যমতে লুটকৃত ৮ টি গরু উ'দ্ধার করা হয়। এ বি'ষয়ে নরসিংদী জেলা পু'লিশের পক্ষ থেকে শুক্রবার 'বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পু'লিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর।
সংবাদ সম্মেলনে জানান, গোপ'ন সংবাদের ভিত্তিতে সদর সার্কেল শাহেদ আহমেদের নেতৃত্বে ডিবি পু'লিশের একটি টিম নরসিংদী শালিধা নতুন বাস'ষ্ট্যান্ড মুক্তি চত্বর মোড়ের কাছে বাগানের ভিতর একদল ডা'কাত ডা'কাতির উদ্দেশ্যে মাহিন্দ্র গাড়ী সহ দেশীয় অ'স্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে খবর পেয়ে সেখানে অ'ভিযান পরিচালনা করে । পরে পু'লিশের উপস্থিতি টের পেয়ে একটি মাহিন্দ্র গাড়ী সহ ১৫ থেকে ১৬ জনের সশস্ত্র ডা'কাত দল পালানোর সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৬ জন ডা'কাতকে গ্রে''প্ত ার করতে সক্ষ'ম হয়। এসময় ১০ থেকে ১১ জন ডা'কাত পালিয়ে যায়। গ্রে''প্ত ারকৃতরা হলেন টাঙ্গাইল সদর থা'নার মইষ দক্ষিণপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে আব্বাস আলী (৩০), খুলনা জেলার হরিণটানা থা'নাধীন এলাকার মৃ'ত বুইদা মিয়ার ছেলে মামুন মিয়া (৩৫), টাঙ্গাইল জেলার মির্জাপুর গ্রামের আব্দুল মালেক ড্রাইভারের ছেলে মুঞ্জু মিয়া @ রুবেল মিয়া (৩২), খুলনা জেলার বটিয়াঘাটা থা'না এলাকার মৃ'ত মুর্শিদ শেখের ছেলে ইউসুফ শেখ (৩০), ঢাকা জেলার আশুলিয়া থা'না এলাকার আব্দুল
রহমানের ছেলে খোকন মিয়া (৩৪) ও একই থা'নাধীন এলাকার বাবর আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম (৪০)। এসময় গ্রে''প্ত ারকৃত ডা'কাতদের কাছ থেকে লো'হার তৈরি ওয়ান শুটার গান ও একটি ছড়রা গু'লির কার্তুজ,সুইচ গিয়ার,প্লা'ষ্টিকের হাতল-লো'হার রড, একটি কোড়াবাড়ি হাতুরী,প্লা'ষ্টিকের বাঁশি ও বাজার করার প্লা'ষ্টিকের সাদা ব্যাগে কালো কম'লা রংয়ের ফুজি গ্রে'ন্ডার মেশিন, একটি মাহিন্দ্র গাড়ী এবং গাড়ীর পিছনের সিটে রক্ষিত একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতরে একটি হেক্সো বেøড, একটি হুইল রেঞ্জ, একটি ক্যাব'ল কা'টার, একটি টে'ষ্টার, সাদা রংয়ের প্লা'ষ্টিকের র'শি, একটি স্লাইন রেঞ্জ উ'দ্ধার করাসহ ঘোড়াশাল বাগদী এলাকা থেকে ডিবি পু'লিশ পরিচয় দিয়ে সিকিউরিটি গার্ডদের হাত পা বেঁধে ৯টি গরু ডা'কাতি করে নিয়ে যাওয়া গরু গু'লো গ্রে''প্ত ারকৃত ডা'কাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অ'ভিযান পরিচালনা করে কেরানীগঞ্জ মডেল থা'নাধীন সোনাকান্দা সাকিনস্থ ভাই ভাই ডেইরী ফার্ম থেকে ডা'কাতি হওয়া ৯টি গরুর মধ্যে ৮টি গরু উ'দ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রে''প্ত ারকৃতদের বিরু'দ্ধে নরসিংদী মডেল থা'নায় একটি মাম'লা দায়ের করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান অতিরিক্ত পু'লিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর।