পুত্রবধূর উপর অ’ভিমান করে শ’রীরে আগুন, অতঃপর শাশুড়ির মৃ’ত্যু

ময়মনসিংহের তারাকান্দায় পুত্রবধূর সঙ্গে অ'ভিমান করে ঘরের দরজা আট'কে নিজের শরীরে কে'রোসিন ঢেলে আগু'ন ধরিয়ে দেন শাশুড়ি ছুলে বেগম (৬৫)। এতে তার শরীরের অধিকাংশ পু'ড়ে যায়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃ'ত্যু হয়। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বকশীমূল গ্রামে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার (১৩ আগস্ট) সকালে বি'ষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থা'নার ভারপ্রা'প্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। ছুলে বেগম উপজেলার বকশীমুল গ্রামের মইদুল ওরফে মজু মিয়ার স্ত্রী। তিনি স্থানীয় বাজারে পিঠা 'বিক্রি করে সংসার চালাতেন।

Interesting For You

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মিজানুর রহমান জানান, সকালে ছুলে বেগমের একমাত্র ছেলে রফিকুলের স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এরপর অ'ভিমান করে ছুলে বেগম নিজের শরীরে কে'রোসিন ঢেলে আগু'ন ধরিয়ে দেন। পরে তাকে উ'দ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে পরামর'্শ দেন। ঢাকায় নেওয়ার পথেই তার মৃ'ত্যু হয়। ওসি আবুল খায়ের জানান, পারিবারিক কলহের কারণে এমন ঘটনা ঘটেছে। পরিবারের অ'ভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।