গঙ্গার বুক থেকে উঠে এল বিশালাকার হিংস্র কুমীর, যা দেখে চোখ ছানাবড়া স্থানীয়দের

এ যেন কেঁচো খুড়তে কেউটের গল্প!! যাচ্ছিল কেঁচোর খোঁজে হঠাৎ খোঁজ মিললো কেউটের!! না এখানে অবশ‍্য যদিও কেউটে মেলেনি খোঁজ মিলেছে কুমীরের তাও আবার গঙ্গায়। প্রতিদিনের মতোই সাধারন মানুষ গঙ্গা পারাপার হচ্ছিল নৌকায় আর হঠাৎই সেখানে নজরে পরে কুমীরবাবাজীর!! তা দেখেই ভয়ে আ'ত্মর'াম খাঁচা হওয়ার জোগাড় সকলের।

গঙ্গায় কুমির!! অবিশ্বা'স্য হলেও এটাই বাস্তব। এবার কুমিরের দেখা মিলেছে খোদ গঙ্গার বুকে। আর সেই কুমীরকে ধরতে রীতিমতো নাস্তানাবুদ হলেন মৎস্যজীবীরা। গঙ্গার বুকে কুমিরের ঘোরাঘুরি দেখে আত'ঙ্কে ঘু'ম ছুটলো নেটিজেনদেরও।

সম্প্রতি গঙ্গার বুকে ধ’রা পরা এই এক বিশালাকার কুমিরের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে গঙ্গা থেকে একটা কুমির ধরেছে মৎস্যজীবীরা।

Interesting For You

খোলা নদীতে কি করে এতো বড়ো কুমীরের আবির্ভাব হলো তা নিয়েই কৌতূহলী স্থানীয়রা সহ নেটজনগনরা। তবে অনেকের অনুমান কোনোভাবে স্রোতের ডাউনস্ট্রীমের ফলে গঙ্গায় চলে এসেছে কুমীরটি।

ভিডিওটিতে দেখা গেছে কুমীরটিকে দড়ি দিয়ে বেঁধে জল থেকে তোলার চে'ষ্টা করা হচ্ছে। যদিও খুব সহজে বাগে আনা যায়নি তাকে। জলের রাজা কুমীর কি এত সহজে হার মানে!! পরে অবশ্য অনেক কসরতের করে কুমীরটিকে জল থেকে তোলা হয়।


যদিও এই ভাবে একটি প্রানীকে মুখ বেঁধে জল থেকে তোলার বি'ষয়টিকে বন‍্য সংরক্ষন আইন অ’পরাধের আওতায় এনেছে। তবে জানা যায় পরে এই কুমীরটিকে অন‍্যত্র জলা'শয়ে ছেড়ে আসা হয়েছে। বর্তমানে এই ভিডিও এখন ভাইরাল।