বাদাম কাকুর ভাইরাল গানে তুমুল নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

“বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম..আমা'র কাছে নাই গো বুবু ভাজা বাদাম”…আর পাঁচটা ফেরিওয়ালার মতোই তিনি বাদাম বেঁচেন। তবে ক্রেতাদের আকৃ'ষ্ট করতে তার অ'ভিনব 'বিক্রি প'দ্ধতি তাকে করে তুলেছে স্বতন্ত্র। নিজের লেখা এক সাধারন গান দিয়েই বাদাম ফেরি করতে বেরিয়েছিলেন এই বাদাম'বিক্রেতা..কে জানতো এই গানেই তিনি হয়ে যাব'েন ভাইরাল!!

দুবরাজপুরের এই বাদাম'বিক্রেতার গান এখন ভাইরাল। “বাদাম বাদাম কাঁচা বাদামে”র গানের তালে মজেছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক ইন্সটা ইউটিউব সব জায়গায় এখন ট্রেন্ডিং ভুবনের কাঁচা বাদাম। সারাবিশ্বজুড়ে প্রচুর মানুষ দেখে ফেলেছেন বীরভূমের ভূবনকে।

বাদাম 'বিক্রেতার ভুবন জাদু এমন ছড়িয়েছে যে এলাকার মানুষজন থেকে শুরু করে বিভিন্ন ইউটিউবাররা ভিড় জমাচ্ছেন তার বাড়িতে।

Interesting For You

ইতিমধ্যে আবার ভুবনের গান রিমেক করে গেয়ে ফেলেছেন বহু শিল্পী। সম্প্রতি সেরকম এক বাংলাদেশের ইউটিউবার পৌঁছে গিয়েছিল বাদাম 'বিক্রেতার শহরে। আর সেখানেই এই গানের তালে জমিয়ে নাচতে দেখা গেল তাকে।

Touhida নামের এই ইউটিউবার প্রশ্ন উত্তর আড্ডায় নাচে মেতে উঠলেন ভাইরাল বাদাম 'বিক্রেতার সাথে। সাম্প্রতিক এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ভুবন বাদ‍্যকরের গানের তালে তাল মেলাচ্ছেন তিনি। পাশে জড়ো হয়েছে অনেক মানুষজন।

আর সকলের মাঝে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন এই বাদাম'বিক্রেতা। গানের সাথে মজার মজার উত্তর দিয়ে ফের চর্চায় এলেন এই বাদাম'বিক্রেতা।