কোমল পানীয় দিয়ে অভিনব কায়দা করে প্রচুর মাছ ধরে নিল যুবক

ডুবা থেকে গর্ত করে কোমল পানীয় দিয়ে অ'ভিনব কায়দা করে প্রচুর মাছ ধরে নিল যুবক, তুমুল ভাইরাল ভিডিও

গোত্রের এক প্রকার মিঠা পানির মাছ। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাচীনতম মাছ। বাংলাদেশে এই মাছ খাল, বিল, নদী-নালা, হাওড়-বাওড়-এর তলদেশে বাস করে। তবে উপকূলীয় অ,ঞ্চ,লে,,র, অল্প লবণাক্ত পানিতে বাস করতে পারে।

বাংলাদেশ ছাড়াও ভারত, মায়ানমা'র, থাইল্যান্ড, ইন্দোচীন, ফিলিপাইন, হংকং, দক্ষিণ চীন এবং ইন্দোনেশিয়াতে পাওয়া যায়। বর্তমানে এই মাছের বাণিজ্যিকভাবে চাষ করা হয়।

এই মাছ কখনো কখনো ধান ক্ষেতের, কর্দমক্ত, বাস করে। গ্রীষ্মকালে, পানি শুকিয়ে গেলে, জলা'শয়ের তলদেশের কাদায় বা গর্তের মধ্যেও বাস করে।

এই মাছ মাটির উপর দিয়ে বুকের পাখনা ব্যবহার করে সা,পে,র, মতো এঁকেবেঁকে চলাচল করতে পারে। এই কারণে, পাশ্চাত্যে এই মাছকে walking catfish বলা হয়। এই মাছের অতিরিক্ত শ্বা'সযন্ত্রের মাধ্যমে বাতাস থেকে শ্বা'স নিতে পারে।

মা,গু',র, মাছের দৈহিক গড়ন শিং মাছের মতো। তবে এদের মাথা শিং মাছের চেয়ে বেশ বড়। এদের দে'হ লম্বা। আকারে সর্বোচ্চ ৩৫-৪০ সেন্টিমিটার পর্যন্ত হয়।
দে'হাংশের সামনের দিকে লম্বা নলাকার কিন্তু পিছনের দিক চ্যাপ,টা। মাথা উপরে ও নিচে চ্যাপ্টা। মুখে ৪ জোড়া লম্বা শুঁড় আছে। পূর্ণ,বয়স্ক, মাছের গায়ের রং বাদামী অথবা ধূসর কালো। ছোট অবস্থায় লাল থাকে। এদের দে'হে কোনো আঁশ নেই।

Interesting For You

এদের পৃষ্ঠপাখনা এবং পায়ুপাখনা লম্বা। পৃষ্ঠপাখনায় কোনো কাঁটা থাকে না। বক্ষপাখনা কাঁটা আছে এবং এর ভিতরের দিকটা করাতের কাঁটাযুক্ত। পায়ুপাখনা বেশ লম্বা এবং পুচ্ছ পাখনা গো'লাকার। এদের ফুলকার পৃষ্ঠদেশে একটি বায়ু থলি আছে। এই থলিটি পিঠের নিচ দিয়ে লেজ পর্যন্ত বিস্তৃত।

এই থলি থাকার কারণে এরা দীর্ঘ সময় পানির উপরে জীবিত থাকতে পারে। মূলত এই থলি জাতীয় অতিরিক্ত শ্বসন অঙ্গ দ্বারা বাতাস থেকে সরসারি অক্সিজেন গ্রহণ করে থাকে।

মা,গু',র, মাছের বায়ু শোষক এই অঙ্গকে বলা হয় আরবোরিসেন্ট অঙ্গ (Arborescent organ)। পু’রুষ মাছের দে'হে বলয় দেখা যায়। স্ত্রী মাছের দে'হে বলয় নেই।

শিং মাছের মতো এই মাছও সাধারণত রাক্ষুসে । এরা বিভিন্ন ধরনের পোকামাকড়, মাছে পোনা, জলজ প্রাণীর শূককীট বা মূককীট, জলদ উদ্ভিদ, প্রোটোজোয়া, শামুক ঝিনুক, কাদা, বালি ই'ত্যাদি খেয়ে জীবন ধারণ করে।


সম্প্রতি সোস্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি সোস্যাল মিডিয়ায় আসার সাথে সাথে ব্যাপক সাড়া পেয়েছে।