
কখনো কখনো সাধারণত্বের মাঝেও লুকিয়ে থাকে অ'সাধারন্ত্ব! বিশেষত ভারতবর্ষের আনাচে-কানাচে লুকিয়ে আছে এমন সব প্রতিভা যারা সঠিক পরিচালনা ও সুযোগ না পাওয়ায় অচিরেই শেষ হয়ে যায়।
বিশেষ করে ভারতীয় গৃহবধূরা নিত্য দিনের কাজের চাপে নিজের প্রতিভাকে অজান্তেই হারিয়ে ফেলেন চিরতরে। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার হাত ধরেই এই সকল সাধারণ গৃহবধূরা তাদের প্রতিভাকে নিয়ে আসছে লক্ষ লক্ষ মানুষের সামনে।
সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে সুতির শাড়ি পড়ে গ্রামের এক গৃহবধূ লতা মঙ্গেশকরের “সত্যম্ শিবম্ সুন্দরম্” মুভির বিখ্যাত “ঈশ্বর সত্য হে” গানটি খালি গলায় গাইছেন।
গলার স্বর শুনে বোঝার উপায় নেই গানটি লতামঙ্গেসকার নিজেই গানটি গাইছেন না। সম্পুর্ন সাদামাটা পোশাকে মাথায় ঘোমটা দিয়ে কারা'ওকে মাইকে গাওয়া গানটি মহিলার
অজান্তেই রেকর্ড করে সোশ্যাল মিডিয়ার পোস্ট করা হয়েছিল। আর তাতেই সবকিছু ভুলে তার গানের জাদুতে মেতেছে সারা দেশ।
লতাকণ্ঠী এই মহিলার অ'সাধারণ গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। সম্পূর্ণ নিজের মতো করে সহজ-সরল ভাবে গাওয়া এই গানটি ইতিমধ্যেই প্রায় 15000বার শেয়ার হয়েছে।
সাথে ভিডিওটি প্রায় 4 লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে আর তাতে রয়েছে প্রায় 11 হাজারের বেশি কমেন্ট ও লাইক এর বন্যা।
যেখানে পূর্বে নিজের প্রতিভাকে বিশ্ব দরবারে তুলে ধ’রার জন্য দিতে 'হত অডিশনের লম্বা লাইন। সেখানে শুধুমাত্র একটি মুঠোফোনের এক ক্লিকেই পৌঁছে যাওয়া যাচ্ছে আপামর' জনতার কাছে।
আর মানুষ নিজের প্রতিভার মূল্যও উসুল করছে। গান, নাচ, আবৃতি, ক্রা'ফটিং, মেকআপ ভিডিওস সবকিছুর সম্ভার নিয়ে হাজির সোশ্যাল মিডিয়া।
কিছু কিছু মানুষ এই সোশ্যাল মিডিয়ার দৌলতে হয়ে যাচ্ছেন সেলিব্রিটি সাথে রোজগার করছেন নিত্যদিনের রুটিরুজি।