সকালে খালের ঘাটে কুমির মাছ দেখতে ভিড় জমিয়েছিলেন আট থেকে আশি। কেউ কেউ আবার মাছটিকে ক্যামেরাবন্দি করলেন

পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যেগু'লি শুধু অতীতে জন্ম নিয়েছিল তারপর কোন পরিবর্তন ছাড়া এখনো টিকে রয়েছে যেখানে তাঁর সমসাময়িক প্রাণীরা পৃথিবী থেকে বিলু'প্ত হয়ে গিয়েছে। আর এলিগেটর গার তেমনই একটি মাছ। সেই কারণেই একে জীবন্ত জীবাশ্ম বলা হয়ে থাকে।

ডায়মন্ডহারবারের এক খালে দেখা মিলল বিরল প্রজাতির কুমির মাছের। এদিন সকালে লেনিননগরের ঘাটে বিশাল আকার ওই কুমির মাছটিকে দেখতে পাওয়া যায়। চলতি কথায় একে কুমির মাছ বললেও মাছটি পোশাকি নাম এলিগেটর গার।

জীবন্ত জীবাশ্ম দের মধ্যে এলিগেটর গার অন্যতম। এখনো পর্যন্ত এলিগেটর গারের যেসব ফসিল খুঁজে পাওয়া গিয়েছে সেগু'লির বয়স প্রায় 10 হাজার কোটি বছর বলেই ধারণা করছেন বিজ্ঞানীরা। এই এলিগেটার গার্ডের দেখতে অনেকটা কুমিরের মতো।

Interesting For You

সেই কারণে এদের কুমির মাছ বলা হয়। মাছটি বহু দাঁত বিশি'ষ্ট গায়ের আজ খুবই শক্ত। এলিগেটর গান জলে থাকা ছোট ছোট মাছ শি'কার করে খায় আর সেই কারণে মাছটি শি'কারি মাছ বলেই পরিচিত।

ডায়মন্ডহারবারের খালি এই মাছ কি করে এলো সেই নিয়ে উদ্বি'গ্ন এলাকাবাসী। এদিন সকালে খালের ঘাটে কুমির মাছ দেখতে ভিড় জমিয়েছিলেন আট' থেকে আশি। কেউ কেউ আবার মাছটিকে ক্যামেরাব'ন্দি করলেন। যেহেতু ডায়মন্ডহারবারের খালুর সাথে নদী সংযুক্ত সেই কারণে অনেকেই মনে করছেন কোনভাবে হয়তো নদী থেকেই মাছটি খালে ঢুকে পড়েছে।