পরীমণি ‘উল্টো’ হয়ে ঝুলে আছেন

বর্তমান সময়ের জনপ্রিয় অ'ভিনেত্রী পরী মণি। ক্যারিয়ারের শুরু থেকেই চলচ্চিত্র অঙ্গনে ছিলেন

আলোচনার কেন্দ্রবিন্দুতে। কোনো ছবির মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেন। বলা হয়,

বাংলাদেশের আর কোনো নায়িকার এ ধরনের রেকর্ড নেই।এরপর একের পর এক প্রায় দেড় ডজন

ছবি মুক্তি পায় তার। গত বছর ১৩ ডিসেম্বর মুক্তি পায় পরী মণি অ'ভিনীত ওয়েব ফিল্ম ‘প্রীতি’।

Interesting For You

এদিকে নতুন বছরের প্রথম মাসের দ্বিতীয় স'প্ত াহে প্রেমিক তামিম হাসানকে নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে উড়াল দিয়েছেন এ লাস্যময়ী অ'ভিনেত্রী। সেখানে গিয়ে প্রেমিকের সঙ্গে তোলা অন্তরঙ্গ ও খু'নসুটি করা বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন নিজেই। কয়েকদিন আগে বালির সমুদ্র ও সুমিংপুলে তোলা কিছু আবেদনময়ী ছবি ফেসবুকে পোস্ট করে নজর কেড়েছেন পরী।

২৫ জানুয়ারি শুক্রবার ভিন্নধর্মী কিছু ছবি পোস্ট করে বন্ধু ও অনুসারীদের তাক লাগিয়ে দেন ‘স্বপ্নজাল’ খ্যাত এ অ'ভিনাত্রী। প্রথম ঝলকে ছবিগু'লো দেখে মনে 'হতে পারে ইন্দোনেশিয়ার মাধ্যাকর্ষণ শক্তি মাটি থেকে বোধহয় আকাশে চলে গেছে। কারণ চোখে ধাঁধা লাগানো ওই সব ছবিতে প্রেমিকের সঙ্গে ‘উল্টোভাবে’ থাকতে দেখা যায় পরীকে। অর্থাৎ তাদের পা বাসার ছাদে, আর মাথা মেঝেতে।

কিন্তু মূল ঘটনা হচ্ছে, ওই ছবিগু'লো যেখানে তোলা হয়েছে সেই বাড়ির কক্ষের ইন্টেরিয়র ডিজাইনগু'লো অনেকটা গোলক ধাঁধার মতো। ইন্দোনেশিয়ায় মতো পৃথিবীর অনেক দেশেই দর্শনার্থীদের জন্য এ ধরনের আপসাইড ডাউন হাউজ রয়েছে। এ ধরনের বাড়িতে ঢোকার পর প্রথমেই মনে হবে পৃথিবী দুলছে! এমন বাড়ি দেখলে আনন্দের আ'ত্মহারা হবেন যে কেউই।

কি ছবিগু'লো দেখে অবাক। এই ছবিগু'লো ফেসবুকে পোস্ট করার পর অনেকেই অবাক হয়েছে। কিন্তু সত্য ঘটনা হলো, ছবিগু'লো পোস্ট করা হয়েছে উল্টিয়ে।