
Botaurus এবং Ixobrychus গণের সদস্যরা বগলা নামে পরিচিত আর বগাদের শরীরে সাদার প্রাধান্য বেশি। সারা বিশ্বে বিভিন্ন প্রজাতির বকের বিস্তৃতি থাকলেও নিরক্ষীয় ও ক্রা'ন্তীয় অঞ্চলে এদের বিস্তৃতি সবচেয়ে বেশি। মর'ু ও মেরু অঞ্চলে বক অনুপস্থিত।
আর্ডেইডি গোত্রের অন্তর্গত লম্বা পা বিশি'ষ্ট মিঠাপানির জলা'শয় ও উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মৎস্যভোজী একদল জলচর পাখিকে বক বলা হয়। পৃথিবীতে স্বীকৃত মোট ৬৪ প্রজাতির বক রয়েছে। এসব বকের কিছু প্রজাতি আকৃতিভেদে বগলা (Bittern) ও বগা (Egret) নামে পরিচিত।
সম্প্রতি সোস্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি সোস্যাল মিডিয়ায় আসার সাথে সাথে ব্যাপক সাড়া পেয়েছে। ঠিক তেমনি একটা
ভিডিও ভাইরাল হয়েছে যা নেটিজনরা প্রশংসা করেছেন কাগজের তৈরি বক দিয়ে দারুন কায়দায় আট'া লাগিয়ে পাতা হয় ফাদ, উড়ে এসে বসতেই আট'কা পড়ে যায় আট'ায়,যা নেটদুনিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে তুমুল ভাইরাল ভিডিও