দেখা মিলল চার কানওয়ালা বিড়ালের তা নিয়ে স্যোশাল মিডিয়ায় তোলপাড়

আঙ্কারা'রই একটি পরিবার এই অদ্ভুতদর্শন বিড়ালটিকে দত্তক নিয়ে নেয়। সাধ করে তার নাম রাখে মিডাস। প্রথম দেখাতেই নাকি মিডাসকে ভাল লেগে গিয়েছিল তাদের।

গ্রিক পুরাণ অনুযায়ী মিডাস এক রাজার নাম। তার স্পর্শে সব কিছুই সোনায় পরিণত 'হত। সেই থেকেই বিড়ালছানার এমন নামকরণ করে ওই পরিবার।

চার কানওয়ালা এক বিড়াল নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রীতিমতো সেলিব্রিটির মর'্যাদা পেয়েছে মাইডাস নামের সেই বিড়ালটি। মাত্র চার মাসের এই বিড়ালের অনুগামীর সংখ্যা বিরাট। নেটমাধ্যমে অন্তত ৭৩ হাজার অনুগামী তার।

দু’জোড়া কান এবং ত্রুটিপূর্ণ চোয়াল নিয়ে জন্মেছিল মিডাস। অদ্ভুত এই ক্রুটিই ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে তাকে। তুরস্কের আঙ্কারা'তে জন্ম এই বিড়ালটির। আরও চার ভাইবোন রয়েছে তার। তবে বেশি দিন ভাইবোনেদের সঙ্গে রাস্তায় পড়ে থাকতে হয়নি তাকে।

ওই পরিবারের মনে হয়েছিল, তার এই অদ্ভুত রূপের জন্যই হয়তো তাকে ভুগতে হবে। তাকে কেউই ভালবাসবে না, কেউ তাকে আশ্রয় দিতে চাইবে না।

মিডাসকে স্বাগত জানাতে আগে থেকেই তাদের বাড়িতে দু’টো কুকুর রয়েছে। তার সঙ্গে তাদের কিন্তু বেশ ভাব।

Interesting For You

মিডাসের এই রূপ তার স্বাস্থ্যে কোনও ভাবেই কুপ্রভাব ফেলে না বলে জানিয়েছেন প্রাণী বিশেষজ্ঞেরা। শুনতেও ঠিকঠাক পায় সে। তাদের মতে, এটি এক ধরনের জিনগত ক্রুটি।

মিডাসের শারীরিক পরীক্ষা করার পর বিশেষজ্ঞেরা জানিয়েছেন, অনেকের ধারণা সে বুঝি অন্যদের তুলনায় বেশি শুনতে পায়। কিন্তু কান পরীক্ষা করে দেখা গিয়েছে বাইরে থেকে দেখে চারটি কানযুক্ত বিড়াল মনে হলেও প্রকৃতপক্ষে তা দুটি কানেরই কাজ করে। কারণ মিডাসের কানের পাতাগু'লি ভিতরে শ্রবণযন্ত্রের সঙ্গেই যুক্ত।

মিডাসের নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। তার প্রতি মুহূর্তের কাজকর্ম সেখানে আপলোড হয়।

মিডাসের ছবি আপলোড করার সঙ্গে সঙ্গেই তাতে লাইক এবং ভালবাসার বন্যা বয়ে যায়। তার জন্য শুভেচ্ছার ঢল নেমে আসে। চারটি কান নিয়ে জন্মে তারকা হয়ে গিয়েছে মিডাস।

সূত্র: আনন্দবাজার