
নায়কও তার দে'হরক্ষীকে ভালোবাসেন হৃদয় দিয়ে৷ তাকে পরিবারের একজন সদস্য হিসেবেই দেখেন তিনি৷ ভাগ করে নেন হাসি-বেদনার অনুভূ'ত ি আর উপলক্ষ।
এবার সেই দে'হরক্ষী সেরার ছেলেকে বলিউডে জায়গা করে দিতে যাচ্ছেন সালমান। তার প্রযোজনার সিনেমায় নায়ক হিসেবে নিয়ে আসবেন সেরার ছেলেকে।
বলিউড ভাইজান সালমান খান এবং তার বডিগার্ড সেরার মধ্যকার অবিচ্ছেদ্য সম্পর্কের কথা সবার
জানা। বলিউড সুপারস্টার সাল্লু ভাইয়ের নিরাপ'ত্তায় প্রায় ২৬ বছর ধরে কাজ করে যাচ্ছেন তিনি।
অবসাদ কমাতে ছুটিতে যাওয়া কিংবা শুটিংয়ের কাজে যাওয়া সকল ক্ষেত্রেই সেরা সালমানের ছায়াসঙ্গী।
সম্প্রতি সেরা জানান তার ছেলে টাইগারের জন্য ভালো মানের স্ক্রিপ্ট খুঁজছেন সালমান। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই বলিউডে দেখা মিলবে তার।
ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সেরা বলেন, ‘আমা'র সঙ্গে সালমানের প্রথম দেখা হলিউডের নায়ক কিয়ানু রিভেস যখন প্রথম ভারতে আসেন। চণ্ডীগড়ে তার সঙ্গে আমা'র প্রথম দেখা হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি তার সাথেই রয়েছি। সালমান আমা'র ছেলে টাইগারকে নিয়ে অনেক আগে থেকেই তার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
আমি ভেবেছিলাম এ হয়তো ক্ষণিকের ভাবনা। কিন্তু দিনে দিনে তিনি সেটাকে সিরিয়াস করে তুলেছেন৷ সম্ভবত করোনার এই সময়টা কে'টে গেলেই তিনি টাইগারকে নিয়ে সিনেমা'র ঘোষণা দেবেন।’
এর আগে সালমান খান তার ‘বডিগার্ড’ নামক সিনেমাটি তার এই সেরাকে উৎসর্গ করেন। এ ব্যাপারে জানতে চাইলে সেরা জানান, ‘মালিককে (সালমান) নিয়ে নতুন করে বলার মত আমা'র কিছু নেই।আমি আমা'র মৃ'ত্যুর আগ পর্যন্ত তার সঙ্গে থাকতে চাই। আর আমি নিজেকে আমা'র মালিকের পরিবারের একজন সদস্য হিসেবে মনে করি।’