রাস্তায় গাড়ি থামিয়ে থেকে ডলার কুড়চ্ছে মানুষজন,হাইওয়েতে ডলারের বৃষ্টি! দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

ডেমি বাগবি তাঁর ইনস্টাগ্রাম পেজে ঘটনার ফুটেজ পোস্ট করেছেন এবং বলেছেন, ‘এমন উন্মা'দ জিনিস আমি কখনও দেখিনি। আক্ষরিক অর্থে সবাই ফ্রিওয়ে থেকে ডলার কুড়োনোর জন্য থেমে আছে।’

মা'র্কিন যুক্তরা'ষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি ফ্রিওয়েতে একটি ট্রাক থেকে ডলারের ব্যাগ পড়ে যাওয়ার পরে ঘটে এক অদ্ভুত ঘটনা। ফ্রিওয়ে জুড়ে ছড়িয়ে থাকে ডলার। আর পুরো ফ্রিওয়ে ব্লক করে সেই ডলার কোড়াতে শুরু করে পথচলতি সকলে।

শুক্রবার ১৯ নভেম্বর সকাল ৯ টা ১৫ তে ট্রাকটি সান দিয়েগো থেকে ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশনের একটি অফিসে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। রিপোর্ট অনুসারে, ট্রাকের বেশ কয়েকটি ব্যাগ আচমকাই ট্রাক থেকে পড়ে যায় আর সেই কারণেই ডলারগু'লি রাস্তায় ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থল থেকে ভিডিয়োটি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভিডিয়োতে লোকেদের হাইওয়ে থেকে ডলার তুলতে দেখা যায়। কয়েকজনকে আবার বাতাসে ডলার ছুঁড়তেও দেখা যায়।

Interesting For You

কর্তৃপক্ষ যদিও ডলার ফেরত পাওয়ার জন্য লোকেদের কাছে আবেদন করেছে। সান দিয়েগো ইউনিয়ন-ট্রিবিউন অনুসারে অনেক লোকই নাকি ফেরতও দিয়েছে।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল (সিএইচপি) সার্জেন্ট কার্টিস মা'র্টিন বলেছেন, ‘লোকেরা অনেক ডলার নিয়ে আসছে, অনেক অর্থ পেয়েছে মানুষ।’

ভিডিয়োটি দে খু'ন:

ঘটনার বি'ষয়ে কথা বলতে গিয়ে সার্জেন্ট কার্টিস মা'র্টিন বলেন, একটি দরজা খুলে ডলার ভর্তি ব্যাগ পড়ে যায়। ঘটনার পর প্রায় দু’ঘণ্টা ক্যালিফোর্নিয়া ফ্রিওয়েতে যান চলাচল বন্ধ ছিল।