
অন্য কেউ হলে হয়তো সেই মুহূর্তে যোগাসন ভুলে পিঠে ব্যথায় কাতড়াতেন কিন্তু তাকে পড়ে যাওয়ার পরমুহুর্তেই হাসতে হাসতে উঠতে দেখা যায়। যোগগু'রু বলে কথা।
কিছুদিন আগেই বৃ'ষ্টির মধ্যে সাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ায় শিরোনামে এসেছিলেন বাবা রাম'দেব। তারপর ফের ভারসাম্য হারিয়ে ধপাস বাবা রাম'দেব।
চে'ষ্টা করেছিলেন হাতির পিঠে উঠে যোগ ব্যায়াম করার কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। উল্টে হুড়মুড় করে পড়ে গেলেন মাটিতে।
মথুরায় গু'রু শরনানন্দের আশ্রম রমন রেতিতে সেখানকার সাধুদের যোগাভ্যাস শেখাচ্ছিলেন। সেখানেই হঠাৎ এই বিপত্তি ঘটে। গজরাজের পিঠ থেকে এভাবে পড়ে যাওয়ার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছিল।
ভিডিওটিতে দেখা যায় যোগাসন করতে তিনি হাতির পিঠে বসে আছেন। তবে গজরাজের বি'ষয়টি বোধহয় পছন্দ হয়নি সে নড়েচড়ে উঠতেই ভারমাস্য হারান রাম'দেব। আর তারপরেই ভূপতিত হন।
বাবা রাম'দেব এর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'হতেই মিশ্র প্রতিক্রিয়া দেন নেটিজেনরা। কেউ হাসাহাসি করেছেন, কেউ বলেছেন তিনি নাকি আ'ত্মসন্তু'ষ্টিতে ভুগছেন আবার ট্রোলের শি'কার হয়েছেন তিনি। কিন্তু অনেকে আবার বলেছেন এই বয়সেও যেভাবে সহজে হাতির ওপর উঠেছেন আবার পড়ে গিয়েও দ্রুত উঠে পড়েছেন তা একমাত্র তার পক্ষেই সম্ভব।
মানুষতো চে'ষ্টা করতে করতে আয়ও করেন তিনিও ঠিক হাতির পিঠে যোগব্যায়াম সম্পন্ন করবেন।