
জঙ্গলে খাবার আকাল কখনো আবার কংক্রিটের শহরে সংকুচিত হচ্ছে বনাঞ্চল এসব কারনেই জঙ্গল থেকে বন্যপশুদের লোকালয়ে ঢুকে যাওয়ার ঘটনা হামেশাই শোনা যায়। টিভি খুললেই মাঝেমাঝে শোনা যায় অমুক লোকালয়ে ঢুকে পরেছে হাতি।
বন্যপ্রানীরা যাতে লোকালয়ে ঢুকতে না পারে তার জন্য অনেক রকম ব্যবস্থা নেওয়া থাকে। নানারকম সতর্কতা গ্রহন করা হয়। বন্যপ্রানীরা জঙ্গল থেকে যাতে লোকালয়ে না ঢুকতে পারে তারজন্য কাঁটাতারের বেড়া দেওয়া হয় সর্বত্র।
কিন্তু সেই কাঁটাতার দিয়েও যে সব সময় রক্ষা করা যায় না বন্য প্রাণীকে আটকানো সম্ভব হয় না তাই ফের প্রমানিত হলো।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে আতঙ্কিত হতে পারেন। ভিডিওতে দেখা যাচ্ছে একটি পূর্ণবয়স্ক হাতির লোহা তৈরি পাঁচিল পার করে ফেলছে অনায়াসে। অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনাটি ঘটেছে কর্নাটকে মাইসুরুর কাছে নাগারাহোল এলাকায়।
নাগারাহোল টাইগার রিজার্ভের ডিরেক্টর মহেশ কুমার জানিয়েছেন এটি ভিরানাহোসালি রেঞ্জের কাছে ভিডিও করা হয়েছে। 16 ই নভেম্বর সকালে এই ঘটনাটি ঘটেছে। শস্য ক্ষেত থেকে ফেরার পথে এভাবেই লোহার পাঁচিল টপকে জঙ্গলে চলে যায় হাতিটি।
এই ঘটনার ভিডিও দেখে স্তম্ভিত হয়ে গেছে নেটিজেনরা এমনকি ভারতীয় ফরেস্ট অফিসার সুপ্রিয়া সাহুও এই ভিডিওটি শেয়ার করে লিখেছেন বাকরুদ্ধ।
Speechless ? #elephants pic.twitter.com/6S1WJqEkZS
— Supriya Sahu IAS (@supriyasahuias) November 17, 2021
বনবিভাগের কর্মী হয়েও এমন অদ্ভুত দৃশ্য দেখে চমকে উঠেছেন।