বিয়ে ভেঙে দিলেন কনে, মাতাল বরযাত্রী নিয়ে হাজির হওয়ার জন্য বর।

ম’দ খেয়ে মাতাল অবস্থায় বিয়ে আসরে হবু বর। তিনি এতোটাই মা’তাল ছিলেন যে ঠিক মতো দাঁড়াতেই পারছিলেন না। শুধু হবু বরই নয়, বরযাত্রীর অনেকেই ছিলেন মা’তাল।

ঘটনাটি ঘটে ভারতের মধ্যপ্রদেশের রাজগড় জেলার সুথালিয়ায়। এই ঘটনাটি দেখে কনে বিয়ে ভেঙে দেয়। এ ঘটনায় বেশ আলোচনায় এসেছেন ঐ ত’রুণী। কনের এই বিয়ে ভাঙার সঙ্গে একমত ছিলেন বাবা মাও।

তবে বিয়ে না করে কিছুতেই ফিরে যেতে রাজি ছিল না বর বাবাজি। শেষপর্যন্ত পু’লিশের উপস্থিতিতে এই ঘটনার মীমাংসা হয়।

Interesting For You

জানা যায়, বরের সঙ্গে যারা ছিলেন, তারাও প্রায় সবাই ছিলেন মা’তাল। মুসকান নামের ঐ তরুণী বিয়ে না করার ঘোষণায় বেশ আলোচনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

কেউ কেউ বলছেন, এমন প্রতিবাদ প্রয়োজন ছিল। সাহসিকতার একজন নজির বলেও উল্লেখ করছেন কেউ কেউ।