
ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে এক যুবক মাথা কামাচ্ছেন যা খুব স্বাভা'বিক ঘটনা এবং মাথা কামাতে কামাতে মন্ত্র পাঠ করছেন।
আর এখানেই রয়েছে টুইস্ট, তিনি যে মন্ত্রপাঠ করছেন তার মাধ্যমে নিজের প্রেমিকাকে বিদায় জানাচ্ছেন।
ওই মন্ত্রপাঠে তিনি বিড়বিড় করে বলছেন- যে সময় অনেক গু'রুত্বপূর্ণ কাজ করার কথা ছিল সেই সময় কাজ না করে অনেক সময় ন'ষ্ট করেছেন।
তিনি এতদিন নানান ছলনার মাধ্যমে ভুলে ছিলেন। আর এই অনিচ্ছাকৃত ভুল থেকে বেরিয়ে আসতেই এই কাজ করছেন তিনি।
এতদিন ধরে যে ভুল করেছেন সেই ভুলের প্রায়শ্চিত্ত করছেন তিনি।
প্রতিনিয়ত পৃথিবীর নানা প্রান্তে নানা আশ্চর্য ঘটনা ঘটে চলেছে।
যা হয়তো আমর'া প্রত্যক্ষ করতে পারিনা সবসময়। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দৌলতে প্রচুর ঘটনার সাক্ষী থাকতে পারি।
যেমন অনেক মানুষ রয়েছে যারা প্রচুর গু'নের অধিকারী তাদের পরিচয় পায় আবার কেউ হাস্যকৌতুক কোনো ঘটনা পোস্ট করে আমা'দের আনন্দ দেয়।
কিন্তু সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটা একটু অন্য স্বাদের।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে ঝড়ের গতিতে লাইক পড়েছে, সবাই সেটা শেয়ার করেছেন।
ভিডিওটি দেখে সকলের বেশ মজা পেয়েছেন যদিও বা ভিডিওটা কতটা সত্য তা যাচাই করা হয়নি।